ইচ্ছে
অর্ক বন্দ্যোপাধ্যায়
পথের পাশে ওভাবে দাঁড়িয়ে থেকো না পথিক,
দুই পাড় ভারসাম্যে, নাসাগ্র সোজা রেখে
এগিয়ে আসো...
প্রয়োজনে তৃষ্ণার্ত কাকের মতো ঝগড়া করো
তবু তুমি চুপ থেকো না, তোমার নিরবতা
অবসাদের আঁশটে গন্ধ বয়ে আনে।
হাত তোলো। উঠে বল, বটবৃক্ষের ছায়া
আমি ফেরত চাই। ফেরত চাই
হাটের সন্ধ্যা, তার পরে মুছে যাওয়া গ্রাম...
নাগরিক অসভ্যতার মেদ চিরে বের হয়ে এসো
হুঙ্কারে বল, আমি স্তম্ভ জাত!
নখরে চিরে ফেল অশুভের পেট।
ভৈরবীর রক্তাভ চোখের মতো লাল
আকাশের কোন ছিনিয়ে এনো কালের
পাত্র থেকে
তোমার সুদীর্ঘ ইতিহাস ভুলে যেও না।
ইচ্ছের গোড়ায় জল দাও, রোদ দাও
রাতে দাও স্বপ্নিল চাঁদের আলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন