রবিবার, ৩ জুন, ২০১৮

তাপস দাসের কবিতা।



সহজিয়া প্রেমের নাব্যতা আঙ্গিকে শৈশব মনের প্রেম।

১. তুমি স্পর্শে।

যখন ঠোঁটের পাশে ঝুমকো বাড়ি
আমি তোমায় চিনতে পারি

বাড়ি গড়িয়ে আবার পাড়া
কুচকুচে চুল স্রোত পাহারা
   আমি তখন বসতে পারি।

বসার পরেও বিশাল মাঠে
আয়না রোদের গল্পে হাটে
তোমার হাসি, বুঝতে পারি।

সবুজ ঘাসে  ছড়িয়ে আছ স্পর্শ নিয়ে
সুড়সুড়ি হই, ইচ্ছে করে এবার শুয়ে...

শূন্য মাঠে শব্দ তুলে নাবিক হব
হাটাচলা আর আর না এবার শোব....



২. নিন্দুক।

তোমাকে বুকে তুলে অতিকায় আকাশের দিকে
তাকাবো , নয়তো একটুকরো ভাঙা কাচ গিলে খাব---

অনেকেই সমীহ করে প্রেমিকার উরুর দিকে তাকিয়ে থাকাটাকে, কিন্তু নষ্ট হওয়া ভেবে
চাদর পড়ে নেয় স্নানের পরে, ওরা ভালোই বাসেনা লাফিয়ে পরার শৃঙ্খলাকে
ঝুলিয়ে দেয় সচক্ষে দেখার বারান্দায়।

লজ্জা সেভাবে আসে না
কাতর চোখে তাকিয়ে থেকে ক্রমশ রোগা হয়ে যায় তারা। হোক, আমরা ভালোবাসই
ঢিলে পোশাক পরে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন