রবিবার, ৩ জুন, ২০১৮

শৌনক দত্তের কবিতা।



অজ্ঞাতপরিচয় প্রেম ঠিকানা নিরুদ্দেশ আঙ্গিকে কলম।


১. প্রেমের স্বাদ।


নাগরিক নদীদের রাত ফিরে আসে, ঢেকে দেয় বিষন্ন স্থাপত্য।মহাকাশের মধ্যে, আমরা এখনো জড়াজড়ি করেই আছি,বন্ধী গাছ শ্বাস নেয়। আমাদের শরীর ঢেকে থাকে অক্ষরলতার শব্দে। আমি তোর চোখের ভিতর হারিয়ে যাই,হারিয়ে গিয়ে দেখি,তুই আমার ভেতর চোখে। পুড়ে যায় আমাদের নাম,উড়ে যায় শরীর।
শুধু চৌম্বকীয় কেন্দ্রের মধ্যে –

আমার স্পর্শ আর কথা দিয়ে তোর শরীরে আমি লিখে রাখি দুনিয়ার ধর্মশাস্ত্র। নামহীন জ্ঞান : প্রেমের স্বাদ।



২. তোমার মাঝে আমি বৃষ্টিগাছ....

তোমার কণ্ঠে বেজে ওঠে বৃষ্টিগাছের সমূহ উচ্ছ্বাস,ষ্টেশনবেলার দুপুর
রেলগাড়ির ব্যস্ত মৌ-মাছির গুঞ্জন!
হালকা নীল আকাশ বুকে, গ্রামীণ ডাকপিওনের গেয়ে-ওঠা টেলিগ্রাম হাত,ডাকবাক্সের ওপর ঝুঁকে কথা বলে,
আর ওই ওখানে, দুটো মরা গাছের সবুজ মৃত্যুর মাঝখানে, নিঃশব্দে হেঁটে যায় ভোর।

আমার  নাগরিক রোদ নেই, নেই কান্না,
নেই কোনো তীক্ষ্ণ অভিপ্রায় অথবা বিশুদ্ধ চাওয়া ,
ঠোঁট নেই,ভেঁপু নেই, আছে শুধু হাতে লেখা চিঠির ঝিরঝিরে কথা। আমার
আছ নিখুঁত তুমি, তোমার সিঁড়ি,স্নানঘরের গান, তোমার মৃদু, চঞ্চল চাউনি,
রোপন, সেলাই,তুমির মাঝে আমি, যখন তুমি নেই পাশে, এখানে তখন হাফলং স্তব্ধতা নেমে আসে।


1 টি মন্তব্য: