উড়ো প্রেমের চিঠির প্রেক্ষাপটে কলম।
১. ###__প্রেম_টান__###
সকরুণ জিজ্ঞাস্য!
মায়াময় যন্ত্রনার বিভূতি,
মরীচিকার মাঝে বিচিত্র সাজে
রূপসী কন্যা তুমি।
পতঙ্গ উড়ুক তোমার সূক্ষ্ম চুলে।
পদানত গ্রীষ্ম,আকাশমন্ডলে সাদাফুল;
হৃদয়কমলে গোলাপ ছড়ানো মন্দাকিনী,
সমীকরনে অসম্ভব খেলা-
প্রতিযোগী দুই জোড়া চোখ।
ঢুলু ঢুলু শরীর অমায়িক প্রেমে মত্ত!
ধূমকেতু ছোটে সুন্দরের খোঁজে।
লোকান্তরে তুমি আর অসম্ভব মুহূর্ত,
দূরন্ত মেয়ের মতো প্রেম সাঁতার,
চারদিক গোলাপ গাঁথা;
টোপর মাথায় নিশানা-বিয়ে।
সহস্র শতাব্দী ধরে পরিচিত তুমি....
______________________________
২. ••••• আন্ִফর্ִচুনেট্ִলি ••••
অনির্বাচিত সংলাপ,
তুই, আমি এবং মালদা,
কতকটা শূন্যস্থান…
তারপর, পরিমার্জিত অস্ফুটতা…
বিকেলের ঘাড়ে চেপেই ফেরৎ-
তোর স্মৃতিমাখা কোলে.…
ডাকছে তোর বন্ধুসংকলন-
রেল গেট, ইউনিভার্সিটি, জার্নালিসম চ্যাপ্টার,
ফুট্ִবল ময়দান, কিছু দৌড়, আর কিছু ফুট্ִপাত…
লাইব্রেরী খুলছে গোপনীয়তা;
বাঁধের ধার ঘেঁষে লেগে আছে-
তোর চুম্বন মাখা প্রোপোজাল ডি-অ্যাক্ִটিভ।
___________________________________
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন