Shortcut love theory আঙ্গিকে কলম।
১. যন্ত্রণা।
দৃশ্যের কথাই ধরো—
লুপ্ত উদ্ভিদের পাতাজ্বর
জামার ভেতর থেকে
এখনো আছে দীর্ঘ
পাশফেরা বোতাম
মনোহর পুরুষপাখির মতোন
চোখ রাখে গমে
যারা কেবল ব্যবহৃত
তবু তারা প্রতিনিয়ত বহন করছে
দৃশ্যের ভেতর দৃশ্য
.....................................
২. বিয়োগ।
দিন-রাতের মিলনের মাঝে
আমরা একসঙ্গে দেখেছিলাম—
একজোড়া পানকৌড়ি
জলের বিছানা ছেড়ে
পৃথকভাবে উড়ে যাচ্ছে
দুই দিকে
...................................
৩. আকুল আবেদন।
ব্যস্ত ভূগোল থেকে কি এনেছো?
ক্ষুধায় ক্ষুধায় আমার কলমটি
অনেকদিন নড়ছে না
অন্তত একটি রাতের সাদা পৃষ্ঠা দাও
লিখে দেই দু’চারটি
ম্যাচবাক্সের কাঠিগল্প
.................................
৪. বঞ্চিত।
তোমার সোনালী ব্লাউজ
আমার রাষ্ট্র
অথচ দ্যাখো—
সেই রাষ্ট্র থেকে আমি
কতটা দূরে
স্বাধীনতা এতটা নির্মম!
...................................
৫. গল্পেরা।
তারপর রঙবাহক
নদী রেখে অবশিষ্ট চিৎকারে
ফেঁসে গেছে পরিযায়ী মোমে
আকাশমুখী আপেল
সেও এক দ্বি-দেশ
আমাদের গল্পেরা
এসব লুফতে গিয়ে
ভুল করে ভেঙে ফেলে
সাঁকো
...............................
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন