রবিবার, ৩ জুন, ২০১৮

জয়জিৎ রীতের কবিতা।



মানুষের জীবদ্দশায় উঠানামার চিত্র পরিস্ফুটের

আঙ্গিকে কলম।



১. ●প্রলাপ পরবর্তী●

তারপর মনের অতল গহ্বর থেকে

এক একটা পর্ব ভুস ভুসিয়ে প্যারাসুট এর মতো,
ঊর্ধগামী হয় ভিন্ন স্বাদের আকাশ ছুঁতে--

জায়গায় জায়গায় নিরবিচ্ছিন্ন কোরক ছাতা বাধ সাধে
ছোট ছোট সাইক্লোন পথ দেয় ঘুরের পদক্ষেপে....
জেগে ওঠে প্রেম উথলানো উত্তেজিত ভোর

টাল মাটাল হয়ে মেখে নেয় অন্তিম দিনের সুখ ।
ত্রস্ত তাপের বাষ্প মাখা মুখমন্ডল

ছায়ার রুমাল ভিড়তেই ছিট ছিট বৃষ্টির আলিঙ্গন--
শব্দ বাজির মতো ধেয়ে আসা ঘুষঘুষে ,
হাওয়ার মতো বৈকালিক তোতা পাখিগুলো

আল পটকা আলাপে জমিয়ে দেয় সন্ধিক্ষন।

এবং সে আসে ঝগড়া র অভিরুচিতে
সাজানো গোছানো মাপা নিয়ন সংসারে .....
ছলকা ছলকা প্রহর এগিয়ে চলে ,

ডামাডোলের দাম্পত্য রোলার কোস্টারে ।
সুরা ছড়ানো গন্ধ স্বস্তি জুগায়
আটলান্টিক ধোঁয়া ওঠা চায়ের ভারে,

আরেকটা নতুন আগ্রহ জাগানো উদ্দীপক...
বেদনা কমানোর ক্যাপসুলে ফেটে যায়
তিতকুটে চিনির প্রলেপ মায়ায়।




২. ●হাতছানি●


বাড়িয়ে দেওয়া হাত দুখানে অনেক খানি টান যে আছে
অসীম তার দেওয়া নেওয়ায় পেরোতে হবে বাঁধার ডোর,
কমলা ওই পথ যে গেছে এঁকেবেঁকে নদীর ধারে

ঝাউ বনের সাথে সাথে বাতাস খেলে পাগল বশে
অজুহাতের মন্দ বাসায় মদন দেবের আ ড় চোখ,
ফুলের বানে নতুন সুরে বাঁধবে মন সোনার তারে।
রাধাচূড়া র কৃষ্ণ সুখ রঙের মায়ায় জাগায় প্রভা
সুবাসিত ধূপের ছা ই  রসকলি আঁকে তাই,

বাঁকের ধারে চিরতরে ঘনীভূত সুখের পারদ---

নিম্নগামী শীতলতা নতুন করে মাপতে শেখায়
ডুপসাঁতরে রূপনগর খুঁজে পেতে ভাবনা কিসে?

একতারাতে বাঁধন যখন সুরে সুরে একাত্মতার

খড়ের বিছানা নিবিড় তাঁবুর রাত
শিহরণে উন্মাদনা সৃষ্টি সুখের আসন্নতায়,

কুলকুল ঝর্না বয়ে ধুইয়ে দেয় মলিনতা
প্রাত্কালীন ভ্রমণেই গজিয়ে যাক ভালোবাসা।




৩. ●ক্রস ওয়ার্ড পাজল●


ঘুম এলেই

অবচেতন মনে তারা হানা দেয়,
জঙ্গল-রাস্তা-পাহাড়!

আর একটা প্রতিশ্রুতির রোদ চিঠি আসে বৃষ্টি আর ছায়া নিয়ে,

দাবিটা কি? কিছু নতুন আবিষ্কার না নোনতা বিস্ফোরণ।

গুটি গুটি ছাপ ফেলে এগিয়ে আসে বরফের কুঁচি গুলো
স্পর্ধার হাসিতে খানিক হুল্লোড় ওঠে,

মিলিটারি মার্চের নীরব অবিরাম গতিতে।

তারপর কি আবার গভীর বিশ্রাম ঘুমের উপত্যকায়?
মুঠো মুঠো তুলো ওড়ে,

জলগর্ভ মেঘ ছুঁয়ে যায় -

সৌভাগ্য অঙ্কিত হয় গুপ্তধনের বাক্সে ।
খাগের পাতায় কোমল আঙুলে

কেউ রঙিন করে চলে ক্ষীপ্ত গতিতে,

জুঁই ফুল গন্ধে  পরম্পরা এলোমেলো হয় ।

এক মিষ্টি নদীর শীতল গল্পে,

ধরফর করে উঠে বসে,

বিচ্ছিন্ন ভাবনার ক্রস ওয়ার্ড পাজল নিয়ে।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন