সোমবার, ৪ জুন, ২০১৮

জয়ন্তী কর্মকারের কবিতা।


সহজ সরল নিরিবিলি দৃষ্টিভঙ্গীর আঙ্গিকে কলম।


 ১) আগমন
________________
এ  শহরে কেউ প্রেম খোঁজে
কেউ খোঁজে চুমু
কেউ খোঁজে গলি -পথ
কেউ শান্তির ঘুমু॥

এ শহরে কেউ ঘুমোয় ফুটপাতে
কেউ বা  চিলেকোঠায়
কেউ ঘুলঘুলি জানলা কোণায়
কেউ পুরোনো দালান আ়ঁকড়ায়॥

এ শহরে কেউ  ব্ল্যাকপোষ্ট হয়
কেউ হয় মাটির হাঁড়ি
কেউ অনাথ শিশুর হাতের পাউরুটি
কেউ বা হয় নোংরা জলে ভরে যাওয়া ওই ধর্ষিতাদের বাড়ি ॥

এ শহরে কেউ বৃষ্টি  ভেজে
কেউ ভেজে রক্তে
কেউ চোখের জলে ভেজে
কেউ ঘামের লবনাক্তে॥

এ শহরে কেউ পেতে আসে
কেউ বিনা মানে
এ শহরে কেউ হারিয়ে আসে
কেউ ভিটের টানে॥
                           


২) রক্ষীতার কুঠুরি
______________________
এই ছেলেটা,
প্রতিশোধের খেলায় মেতেছিস যে,
আর তো মাত্র দু'দিন ,
সেই তো ফিরবি -পুরোনো ডেরা
পুরোনো কাঁচের বাসন
ছেঁড়া চেয়ারে বসা হেলানো বারান্দার স্মৃতিতে
যেখানে অমলিন হয়ে আছে
তোদের হাসি কান্নার কুচো স্মৃতি
প্রতিটি দরজার পাশে।
এই ছেলেটা,
হিংসায় বুক ভরেছিস যে,
সেই তো সোহাগ করবি -টান টান করা বিছানায়
খোলা মাঠের বুক ভর্তি ঘাসে
এলিয়ে দেওয়া একফালি কাঁধের ওপর ভর করে
ফিরবি যখন নামহীন বাড়িটাতে।
এই ছেলেটা ,
আজ মুখ ঘুরিয়েছিস যে,
সেই তো মুখ লুকোবি -ওই আঁচলেই
খুঁজবি নতুন সুখ
বাড়ির পুরোনো ব‌উটিকে ফেলে আসবি
পুরোনো আসবাবদের সাথে।
সেই তো পুরোনো প্রেম
আবার নতুন হবে কোনো এক ভবিষ্যতের রাতে।
তবে কেন মিছে প্রতিশোধ নামক অভিমান?
তবে কেন অভিমান ,নাম বদলে আজ হিংসা?
কেন তবে মঞ্চে নতুন নাটকের অভিনয়?
রক্ষীতার কুঠুরি যে আজ‌ও খোলা -
তোর অপেক্ষায়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন