বুধবার, ২০ জুন, ২০১৮

শ্যামলতরুর কবিতা।



অরণ্যানী ধামসা মাদল আদিবাসী প্রেম অসুর

 রাগিনীর জাফরানী রঙের আসন্ন সঙ্গম।



১. নিছক প্রেম গান।


স্তনবৃন্তে ছিল শিরকাবাদ পাহাড়ের

শালের আঘ্রাণ ।

উন্মাদ সে রাতে ছিল মাদলের বোল

ঝুমুরের মেঠো আস্বাদ !

মিলিত হবার গানে জেগে উঠেছিল অরণ্য জলসা ।

তখন তোমার চোখের কোনায় প্রথম দেখি

হীরের দ্যুতি !

ঠোঁটে ছিল শিশুদের ছড়াগান !



 আজ ভেসে  গেছি সময়ের চোরাটানে

বলিরেখা বলে দেয় সময় হয়েছে ঢের ।

ব্যালকনি জুড়ে খেলা করে আগামীর শালতরু

ক্ষয়িষ্ণু হাঁটু  জবাব দেয়  আজ অরণ্যকেও !

প্রশ্ন তো ছিল একটাই এখনও , এখনও কি

শাল অরণ্যে প্রবল বর্ষায় তোমার চোখের কোনায় , জেগে ওঠে হীরের দ্যুতি ?

যদি আবার দেখা হয় হঠাৎ উত্তরটা

বলো কানে কানে তোমার আরণ্যকে।





২. অপেক্ষমাণ সঙ্গম।


যে অতলান্ত গভীরে

তোমার এস্রজের সুর বাজে

বোমারু বিমানের শব্দ সেখানে অবান্তর ।


পোড়া বারুদের গন্ধে শরীর ভেসে যায়

আমার

তখন কালাশনিকভ অসুর রাগিণী তোলে ।

তবু আজ দুটি বসন্ত পরে যে জাফরান রঙের আলো খেলা করে তোমার বাথটবে,ঝরনাতলায়

সে কী খবর এনেছে আমাদের

আসন্ন সঙ্গমের ?

দেখ পলাশ খবর দিল

ফিরে আসছি আজ ।

তোমার কৃষ্ণগহ্বরে  প্রেমের

আদিরূপে স্নাত হব বলে !

প্রিয়তমার উষ্ণপ্রস্রবণ কী মুছে দিতে পারবে

বারুদের পোড়া ক্লান্ত গন্ধ ?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন