নারী আঙ্গিকে অজন্তার শিল্প সৌকর্য্যে
প্রস্ফুটিত কমলা,,,,,,,,আঙ্গিকে কলম।
আমি সেই মিথ মানবী
শাহানূর রহমান
আমি সেই মিথ মানবী
জন্ম দেবতায়,জন্ম মানবে,জন্ম অসূরে
পৌরাণিক ইতিহাসের নষ্ট পাতায় পাতায়
মমতা ত্যাগী সাহসী যোদ্ধা আগ্রাসী বলিয়ান
মর্তলোকের দেবতার ধ্যান ভঙ্গকারিনী
আমি ক্রমান্বয়ে গ্রাস করি বলবান পুরুষের অহংকার
আমি সেই মিথ মানবী
আমি বজ্র,আমি বৃষ্টি,আমি করি কত শত সৃষ্টি
আমি জয়,আমি ক্ষয়,আমি অভিশাপ মানবের
আমাতে জন্ম দেবতার,মানব আর অসূরের...
আমি ধারন করি জীবের জীবন
আমি সেই মিথ মানবী
নিভৃতে নির্গত করেছি কষ্টের অগ্নি লাভা
যুগে যুগে ভূগোলের ন্যায় হয়েছি খন্ডিত
অভিশপ্ত এটলাসের চেয়ে কঠিন ভার বহন কারিনী
আমি সেই মিথ মানবী
প্রাচীন সভ্যতার রূপরেখা আর নগরীর পর নগরী
হয়েছে রক্তাক্ত, জ্বলেছে লেলিহান আগুনে
ট্রয় নগরীর জলন্ত শীখাও ছিল ম্রিয়মাণ
এই মিথ মানবীর উত্ত্বাপ ভরা যৌবনে...
অভিশপ্ত হয়ে যুগে যুগে পাইনি আজও মুক্তি
আমি সেই মিথ মানবী
নগ্ন দেহ শিল্প হয়েছে পাথরের কারুকার্য
বিমূর্ত মানবী হয়ে ঠাঁয় দাঁড়িয়ে আছি অজন্তায়
মনন,দহন, সহন,সঁপে সব চরনে
দেবীর আসনে বসিয়ে নিয়েছো বস্র হরণে
আমি বিবাধ আমি আবাদ আমার জন্ম বিস্তর
কূহেলিকার আবরণে ঢাকা সংস্কার
আমি সেই মিথ মানবী
শতাব্দী পর শতাব্দী আমি বিস্ময়কারীনি
হয়েছি কুমারী মাতা শত প্রশ্নের ইন্দ্রজালে
দিয়েছি জন্ম আমি সেই দেবতার...
অন্তপুরের অন্তঃসার রক্তকরবী হয়েছি
আমি সেই মিথ মানবী
অতঃপর সতীদাহের সঙ্গে সতীসঙ্গী হয়ে
নরক বাসীর স্বর্গীয় সঙ্গীনি হতে হয়, এই আমি
খাঁজকাটা অঙ্গ শোভিত আমি গজগামিনী
বীরের বির্য তির্য নষ্ট কারীনি
আমি সেই মিথ মানবী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন