মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮

সৌরভ ঘোষের কবিতা।



গনতন্ত্রের হাহাকার নৈরাশ্যের ছেঁড়া কাঁথায়

 ঘাপটি মেরে সংসার সুখ বিভ্রম।



১. কবিতা- গনতন্ত্রের পূজারী।


সেদিন, মাঝরাতে কৃশাঙ্গী হাওয়ার খোঁজে

নদীর পাড়ে বসে পরি মখমলি সোহিনী ঘাসে।

হাঁসুলি চাঁদ আহ্লাদে হাসে,

কালো প্যাঁচা উড়ে যায় কু ডেকে.....

ছায়া ঢেউ গুনতে গুনতে দেখি -

একদল কৃষ্ণাভ পরী,সাঁতড়ে আসছে-

পায়ের কাছে থামে,গায়ে সোঁদা মাটির গন্ধ,

ধরা গলায় বলতে থাকে-

"আমি তাপসী,আমি নির্ভয়া,লিপিকা,আরুষি,

আমি বৃদ্ধা,আমি মেধাবী ছাত্রী,আমি আসিফা আমরা ক্ষতবিক্ষত নির্জিত ধর্ষিতা"।

সুদীর্ঘ লাইন- বিদেহী'দের কানফাটা শ্লোগান--

আমরা বাঁচতে চাই,আমাদের বাঁচতে দাও.......


হায়! চির লাঞ্ছিতা,নির্যাতিতা নারী.....

আমি, বীর গনতন্ত্রের নিষ্ঠাবান পূজারী

শ্লীল মোমবাতি মিছিলে ভিড়তে পারি।

মোরগের ডাকে তন্দ্রা ভাঙে-

চোখের প্রশ্নোত্তর পর্দা সরিয়ে দেখি-

আকাশে হাজার হাজার আদ্যাশক্তি

পেঁজা মেঘে ভাসছে আর মিলিয়ে যাচ্ছে।




২. কবিতা-- সংসার পথ।


মহাভারত---সংসার কুরুক্ষেত্র


আঠারো >শৈশবের আদর

একুশ>বিএসসি অনার্স<বেকার<প্রেম

আঠাশ<বিয়ে>প্রাইভেট টিউটর


ব্যাকরণ বহির্ভূত অশান্তি

সমাধান = ম্যালথামাস<ক্যালকুলাস =ফেল


মেনিনজেস আবৃত মস্তিষ্কের অবসাদ

মানিব্যাগে ডিসপ্রিন,অ্যালপালজোলাম

অবৈধ ঘুমে মুক্ত, চুনি,ক্যাটস আই,

স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষীরা -স্নায়ুপথে,

বলে- কত রতি চাই!!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন