মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮

স্বরূপ সিংহ রায়ের কবিতা।




নৈঃশব্দ্যের কলতান আঙ্গিকে ঘুঘুর ঘরছাড়া

 অন্ধ পতন,,,,,, আঙ্গিকে কলম।


নৈঃশব্দ্য - স্বরূপ সিংহ রায়

একটা নৈঃশব্দ্য থাকুক আজ
একটা নৈঃশব্দ্য ---॥
শিশিরের শব্দপতন নিস্তব্ধতা
কিংবা শুক্তির বুকে মুক্তো
লালনের মতো ভালোবাসা
মাখামাখি একটা নৈঃশব্দ্য থাকুক ---॥
হাতে হাত রেখে দূরের নীলিমা
দেখি যে ক্লান্ত চোখ জোড়ায় --,
সেখানে এক আকাশ ভালোবাসার নৈঃশব্দ্য থাকুক ---॥

লালসার লালা লালায়িত আজ
লিপস্টিক-লালিমা লেহনের জন্যে---
সম্মোহক সাপের ধীর নিশ্চিত আগ্রাসন
ভেকধারী ভালোবাসার ----
নিশ্চিত দহন জেনেও পতঙ্গের ধাবমানতা ----॥

কঠোর কঠিন সময় এ এক
কবিরা পরাস্ত প্রতিদিন ---,
প্রমত্ত উল্লাসের চক্রব্যূহে
অভিমন্যুর মৃত্যু বারংবার ---॥

তাই অনাবিল শান্তির সেই হাতদুটি
সেই শান্ত দিঘির টলটলে চোখদুটি
ক্রমশ দূরে সরে যায় -- টেনে নেয়
চক্রব্যূহের চাতুরতা ---
জয় হয় নারী-মাংস লোভীর
আর বাজতে থাকে উল্লাসের ঢক্কানিনাদ ---॥

কবিরা বধির হতে থাকে

"পাখি-নীড়" চোখ দুটির প্রতি ব্যাধের অলংঘ্য লক্ষ্য,
কবির আকুতি মাথা কোটে বধ্যভুমির বন্ধ দ্বারে
"তফাৎ যাও! তফাৎ যাও!" কবির আর্ত চিৎকার
অনুরণিত হয় --- ফিরে ফিরে আসে কবির নিজের কানেই
কবি বধির থেকে বধিরতর হতে থাকে ---॥
ভালোবাসার প্রাণভোমরা বন্ধ হয়, বন্দী হয়
কোনো মায়া-সিন্দুকে
দহন - মন্থনের চিরন্তন নাগপাশে ---॥

কবির জীবনে এখন বড় অসময়
একটা নৈঃশব্দ্য দাও,
মা নিষাদ -- একটা অন্ধ-বধির নৈঃশব্দ্য দাও ---॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন