শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮

বর্ষামঙ্গল সংখ্যা-৩




[১] ১ম বর্ষাতি-র কবিতা
----------------------------------------
###

(ক্রমশঃ-ক্রমশঃ) ~ ১মুঠো মুথোজল
মুখোমুখি ফসল : পেরোচ্ছে রেললাইন চড়ুইভাতি
বৃত্ত - অতিভুজ ~ একেকটা চাঁদ-জ্যা-মিতি
উপগ্রহ শরীর : গলনশীল বরফে (ক্রমশঃ-ক্রমশঃ)

###

তারপরেও (ঘষটে-ঘষটে) আগামী ঘাস
চুঁইয়ে পড়ছে %ঘাম।প্রতিটি প্রতিবিম্ব বিদ্রোহী
আকাশ - জ্বর - স্বপ্ন ~ মাটিঘাত প্রকৃত গুণিতক
ইথারফলা ~ মেঘ-তড়িৎ পরিবেশন (ঘষটে-ঘষটে)

###

হ্যালোশিনেশন ~ (মাপতে-মাপতে) ঘোর চুম্বক
চারপাশ ঘোর কৃষ্ণকায়।ডাহুক প্রতিবেশী
(মাপতে-মাপতে)-ই : ঝোড়োবোবা মৃতঝড়
চুম্বকীয় পৃথিবী ছেড়ে ~ জলীয় পূর্বাভাষ


শব্দরূপ : রাহুল গাঙ্গুলী


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন