নাসির ওয়াদেন এর দুটি কবিতা
১
জলের শব্দে ঘুম ভাঙে
ছলাৎ ছলাৎ ঢেউ বয়ে যায় গভীর গাঙে
মনের কোণে ভালবাসা উথালপাতাল
বিজলি প্রেমিক বর্ষারাণীর ঠোঁট রাঙিয়ে
প্রেম ছড়ালো, এলো বুঝি বৃষ্টি মাতাল
গভীর রাতে খাটের ছায়া লাফিয়ে উঠে
ছায়ায় ছায়া জড়িয়ে ধরে নেশারঘোরে
আলোক মাঝে জড়িয়ে ধরে জানু ঠোঁটে
মাটি বুঝি গর্ভবতী, রজঃপাতে বৃষ্টি পড়ে ।
কুমারী তুই গর্ভে কারে দিলি বাসা, মত্ত নেশায়
শিল ঝরা মেঘ ক্লান্ত চাষীর তাই আশা জাগায় ।।
----''----
২
লেহনে লেহনে বর্ষার রাত
একটু ছুঁতে চেয়েছিলে বর্ষা বুকের উপত্যকা
মাঝে মাঝে ছোঁয়াছুঁয়ি
ছোঁয়াচে শোঁয়াপোকার রতিসম্ভোগে
বড্ড এক কদমচাল
ভাঙা কুঁড়েঘর একাকী দাঁড়িয়ে
বজ্রপাতেও ভয় নেই
মূর্তি যুগলের, ছায়াযুদ্ধ উপভোগ করে
ঝিরঝির বৃষ্টির শব্দ কোলাহলে
আবছা নড়াচড়া শীৎকার
বিজলির আলোয় ধুয়ে মুছে যায়
এবার তোমরা পরস্পর পরস্পরের রক্তে মিশে
লেহনে লেহনে ভোগ করো বর্ষার রাত ।
----------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন