রবিবার, ১৫ জুলাই, ২০১৮

বর্ষামঙ্গল সংখ্যা- ৮



বর্ষার মাঝামাঝি
_______________
               - সৌরভ বর্ধন

বর্ষার মাঝামাঝি সংখ্যা বিনিময় করতে করতে
মাগধী অপভ্রংশ থেকে তোমাকে পেয়েছি নিতান্ত শুকনো
আগাছার ভিড়ে রেললাইনের পাজরের ফাঁকে

এই বর্ষার আরও কয়েক বর্ষ আগে -
যখন আকাশের রং এলোমেলো শীততাপ নিয়ন্ত্রিত
আমি মুখে করে কাঠকুটো সুতোনাতা আকর্ষ
কুড়িয়ে আনতাম মাটির গোড়ালি

ঘাড় তুলে ধরা বহুতল, ফেরীঘাট
ফোঁটা জল সঞ্চিত হও বুকের খাঁজে
বাষ্পবেলার দিনে রণক্লান্ত প্রেমিকার পায়ে রাখো বেলফুল

উষ্ণ দুধের গন্ধে ছুটে আসা আরতির স্পন্দন
( না তখন সন্ধ্যা নয়,
                      বন্ধ্যা রাত্রির বৃষ্টিপাতে মুখরিতা!
কাঁপতে কাঁপতে কিছুটা টিউবের আলো
আমার মশারির পাশে এসে দাঁড়ায় মন্থরগতি
উত্তেজনাহীন পল্লীজীবন - 'তাড়াতাড়ি ত্রিপল ফেলে দে'

এরকম বৃষ্টি হলেই গাছেরা মারা যায়
রাত গভীর হলে পাখিরা অনির্বান জোনাকির ডানায়
জেগে ওঠে নাইক্রোম তারের রোধ

সামাজিকভাবে
সিগারেটের ধোঁয়ায় ক্লান্ত হয়ে পড়ে মফস্বল
ধীরেধীরে ঘাসেরা নেমে আসে মাটির কাছে
সমুদ্রের কোমরে পেন্ডুলাম
অগত্যা দুলতে দুলতে ভাটার মাঠে বিছিয়ে দেয় অভিমান

                        _________________

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন