রবিবার, ১৫ জুলাই, ২০১৮

বর্ষামঙ্গল সংখ্যা- ৭



কবিতা: ১

*জাফরান চুমু*

প্রেমে নৈপুন্য অন্ধবেগ
একে একে প্রকাশ করতে
শুরু করলে,
অনেক কর্কট রাতেও
মধুচন্দ্রিমার আলো চারিদিক
উজ্জ্বল করে তোলা,

পেজা তুলোর মতো শিরা উপশিরাগুলোয় রক্তচাপ বাড়াতে শুরু করে. . .
ব্রহ্মপিশাচের মতো নিংড়ে নেয় শরীরের সমস্ত সুখটুকু।

বর্ষারাতে ভিজে শরীরে রক্ত মাখিয়ে তা চেটে চেটে খায়. .

বুকেপিঠে জাফরান চুমু দিয়ে
অমসৃণ পথ ধরে বসতি প্রেমে খোঁজ ডুব দেয় সাগরের জলে. . .

#আরিয়ান প্রিয়স(পাল)


কবিতা: ২

*দ্বিতীয় অমরত্ব*

বুকের ভেতর জমে ওঠা কামইচ্ছে,
একে একে প্রকাশ হচ্ছে ক্যানভাসের ফ্রেমে।
আমার রাত জাগা রজনী প্রেম ঝিকিমিকি করছে রঙের আদতে।
ক্লান্ত ঠোঁটে অমরত্বের আসায় জমে থাকা শেষ লালাটুকু।

ইচ্ছা জাগে,
পুরুষ পুরুষ চুমু ভরিয়ে দেবো
তার শরীরে।
কামকলার আশ্চর্য উত্তেজনায়
নিজেকে সংযত রাখার চেষ্টা করবো অনবরত,
যা অপ্রকাশ্য প্রেমে মত্ত তখন।।

এবার হারকিউলিস বুকের ছাতি বেড়ে ত্রিশ ছুঁতে ফেলেছে,
শুধু তোমার শরীর থেকে ওড়না সড়ার অপেক্ষা. .

দেখবে সামান্য সময়ে পৃথিবীর সমস্ত সুখ আছরে ফেলবো বিছানায়।
অমরত্ব সুখের আশায়. . .

#আরিয়ান প্রিয়স(পাল)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন