বেডরুম
________________
- সৌরভ বর্ধন
বেডরুম মানেই পরিষ্কার বিছানা নরম আলো শান্ত রসালো
গন্ধ নিস্তব্ধতার পেলবতায় শুদ্ধ খুনসুটিতে কিছুটা গোপন
অন্ধকার ঢেলে দেওয়া তারপর কাঠচেরা কাচের ভেতরে
তাদের একটা একটা করে সাজিয়ে দেওয়াই শুধু নয় বরং
বরং
বায়ু দ্বারা পূর্ণ শূন্যস্থানটুকুও উড়িয়ে দেওয়া ফার্নিচারে,
মেঘ নিয়ে ঢোকা বারণ তাই অনেকটা বিশুদ্ধ চিন্তাভাবনা
কিছুটা কৌশল কালকের জন্য পকেটে গুঁজে রাখা
তারপর যা বলার হাঁ করা বইয়ের তাকেরা বলে
আমি তো রাস্তার ঝুল ধরে ঝুলে থাকি
তালার কথায়
চাবির কথায়
আর যতটা বাকি থাকে লিখে রাখি বেডশিটে :
গোপন লকারে জমিয়ে রাখা দুরন্ত বাস্তবতা আর জেদ
একাকীত্বের বৈয়াকরণে জলপটি দেওয়া আঙুল
-- দন্ত প্রানে ণ আনে
রোমকূপে জেগে ওঠে প্রবল শিশ্নোদরপরায়ণ সৈন্যদল :
মনকে ভার্চুয়াল যোনির থেকে সরিয়ে কখনও কখনও
বেশ আলাদা রকমের বৃষ্টি নেমে আসে বেডরুমে
নির্মিত সুখ থেকে কিছুটা ছাতা খানিকটা রুমাল
পরিমাণ মতো বজ্রপাত নিয়ে তুমি নাচতেই পারো দুহাত তুলে
হাসি পেলেও আমি হাসবো না........। কারন
বেডরুম মানেই পরিষ্কার বিছানা নরম আলো শান্ত রসালো
গন্ধ নিস্তব্ধতার পেলবতায় শুদ্ধ খুনসুটিতে কিছুটা গোপন
অন্ধকার ঢেলে দেওয়াই শুধু নয় 'বরং' কাঠচেরা কাচের
ভেতরে তাদের একটা একটা করে ভিজিয়ে দেওয়া।
___________________
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন