১. #সোনার_মেয়ে_হিমা।।
----#অভিজিৎ দত্ত ।।
হিমা তুই মেয়ে হিমালয় হয়ে ওঠ,
ছেঁড়া জুতোটাকে ছুঁড়ে দে এবার মা,
ওই ইংরেজী বলা কালো সাহেবের মুখে
ব্রেড টোষ্ট খেয়ে, স্যুট টাই পড়ে
জীবন কাটায় যে সুখে।
ক্ষমতার আফিং খেয়ে বুঁদ হয়ে আছে যাঁরা
বিদেশে যখন টিম নিয়ে যায়,
হোটেল চাই পাঁচতারা,
বুঝবে না তারা ধানচাষী বাপ
কেমনে পালিছে তোরে
একজোড়া জুতো বুকে ধরে রাখে,
পাছে যায় ওটা ছিঁড়ে ।
জানতো সে মেয়ে দৌড়ুতে হবে,
জানত না বাকি কথা
ফিনিশ ভাষাটা জানলে হয়তো
লাগত না প্রাণে ব্যথা ;
যত মেয়েগুলো দৌঁড়েছে সাথে,
জানত কি তারা সবে,
ছুটতে গেলেই ইংরেজীতেও
সড়গড় হতে হবে ?
কেন তবে এই মানসিকতা,
স্পোর্টসটা যাঁদের তাঁবে,
ভুলে গেছে তারা ইংরেজী নয়,
খেলাই আসল হবে।
ছেঁড়া জুতো পড়া সেই মেয়ে
যদি বিশ্বে প্রথম হয়,
তারেই রাখিব হৃদয় মাঝারে,
আধিকারিককে নয়।
*******
২. #বিজয়_রথ।।
-----অভিজিৎ দত্ত ।।
রথ ছুটেছে বিষম জোরে---- জগন্নাথের রথ,
তফাৎ যাও বিধর্মীদের দল,
তফাৎ যাও বেজন্মার দল,
এ'রথ আমাদের বিজয়রথ,
পৌঁছে দেবে রামের দেশে,
ওরে, তোরা জয়ধ্বনি কর।
রথ ছুটেছে রথ। প্রগতির ভারতীয় রথ,
সরব মোদীর নীরব রথ,
চাপা পড়ে যায়-----
আমাদের রাষ্ট্রীয় কোষাগার,
বিজাতীয় ব্যাঙ্কে,
ওরে তোরা জয়ধ্বনি কর।
রথ ছুটেছে বিষম জোরে পূর্ব দিশায়
দুহাতে হিংসা ছড়াতে ছড়াতে,
জাকির নাইকের প্রগতির রথ,
আরও রক্ত আরও আরও রক্ত চাই
ওরে তোরা জয়ধ্বনি কর।
রথ ছুটেছে বিষম জোরে,
চাকাটা তার জাঁতাকলের,
পেষাই হচ্ছে মধ্যবিত্তের দল,
দলিত মথিত হচ্ছে গরীব-গুর্বোর দল;
অাচ্ছে দিন আ গয়ে,
ওরে তোরা জয়ধ্বনি কর।
রথ ছুটেছে রথ, ভারতের প্রগতির রথ
গঙ্গাতীরের প্যলিউশনের মধ্যে দিয়ে
তৈরী হচ্ছে রাস্তা বুলেট ট্রেন চলবার;
ভারতের বিজয়রথ
বিশ্বের দরবারে পৌঁছে দিতে,
এটুকু স্যাক্রিফাইস তো করতেই হবে ভাই সব।
*******
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন