সম্পাদকীয়:
বৈশাখ জৈষ্ঠ্যের আম্রমাধুরী অম্লান থেকে যায় আমাদের হালফিল আপকামিং ফ্যাশানেবল জগতে কোল্ডড্রিংকসে। এ যেন দুধের সাধ ঘোলে মেটানো। তবুও তার মাধুর্য্যে আমাদের অন্তর্লীন উপলব্ধি অক্ষুণ্ণ থাকে।
ঠিক তেমনি এমন অনেক কবি ও লেখক আছেন তাদের লেখনী এরকম মিষ্টতা আমাদের স্বাদকোরকে রাখতে সক্ষম। তাই অনেক সময় তাদের নিজেদের দেওয়া বা তাদের টাইমলাইন থেকে সংগৃহীত লেখনী "আম্রমাধুরী" সংখ্যায় সারপ্রাইজ প্যাকেজ হিসাবে তুলে ধরা হল। যা পাঠক মন চুরি করতে সর্বোপরি সক্ষম হবে এই আশা করি।
সুপ্রীতি বর্মন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন