এলকোলাহল
বিশ্বজিৎ সাহু
আমার এলকোহল চোখে সমস্তই দৃষ্টিনন্দন ।
ইচ্ছে-ছবি রং চড়ে ক্যানভাসে
মনে জাগে ধূসর পাণ্ডুলিপির মতো সমস্ত
নিটোল সার্থক , হয়তো বা নিশ্চিত জেনে
শারীরিক মনে জেগে ওঠে নিছক পাগলামি
শুভারম্ভ সুর অসুরের মন-শরীরের লড়াই
নিশিযুদ্ধ ...
কিংবা জেগেও জাগরণ বৃথা
অথবা আমার কিছু ছিল অবশেষ ?
অথবা রাত্রি ছিল বাকি !
উপসংহারে নিশ্চিন্ত হই
মন তো কেবল শরীরের নয় , মনেরও !
-------/////////--------
অনুতাপ
© বিশ্বজিৎ সাহু
তোমায় নিঙড়ে খেতে খেতে
কবেই ডুবে গেছি একবুক গভীরে
অম্ল ক্ষার মেশা সে এক অসম্ভব প্রেত সমুদ্র
সাঁতার দিচ্ছি তুলে রাখতে চাইছি চিবুক
আমার শ্বাস বন্ধ হয়ে আসছে
স্ত্রী সন্তান আরো যারা কাছের
আবছা হয়ে আসছে শক্তি
কেবল দাঁতের মতো গুরুত্বহীন স্মৃতিই
বিদ্যুতের চকমকি হয়ে হাসছে মগজে
নিরুপায় দুর্বল আমি...
-----------------------------////--------------------------
.অন্তরার কৌতূহল
© বিশ্বজিৎ সাহু
অন্তরার কৌতূহল ব্যাপক , টানটান
মায়াবী জিজ্ঞাসার মাস্তুল পূর্ণতার পথ ফুরোতে
সর্ষে অভিসারে দ্রুতযান
ঘামের মোহে স্বেদ , লালার রসনায় ঠোঁট
সর্পিল চলন পেলে মনভোগে তৃপ্ত চাতক
দীর্ঘ পিপাসা অমন চরিতার্থ হলে পর
পলস্তারা খুলে ফ্যালে নির্মোক
সেভাবেই উদ্বায়ী সকল রোদ-ভালোবাসা
অন্তরার কৌতূহল থাকে যেভাবে !
----/------------/////;------------////-------------//;;---
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন