সম্মোহন আজ শুধু আলিঙ্গন চায়
তৈমুর খান
ঢেউ দিচ্ছে শুধু অনুভূতির ঢেউ
আমার বিপন্ন তরী ভেসে যায়
দুর্যোগের স্রোতে তীর ভাঙে
কোথায় চলেছি লক্ষ্যহীন ?
বিমর্ষ আঁধার লেপ্টে ধরে
বজ্র কাঁপায় এসে শাসনআলোয়
ধাঁধা লাগে
পথভ্রষ্ট হই বারবার
বৃষ্টিবীর্য পুলক জাগায়
শীৎকারের মগ্নতায় স্বরলিপি বাজে
কোন্ দ্বীপে চুম্বন অপেক্ষা করে আছে ?
তোমার ভ্রুর তীক্ষ্ণ তিরে
হৃদয় ক্ষরণ হয় আজও
স্পর্শরা ফিরে আসে ভেজা বাতাসে
সম্মোহন আজ শুধু আলিঙ্গন চায়
তোমার কুন্তলে জল ঝরে
তোমার বুকের চূড়া বেয়ে নামে জল
আমার কাতর পিয়াস এগিয়ে যায়
ওড়না সরাও দেখি
মেঘের আড়ালে ডাকে কোন্ পাখি!
আজ সব সমর্পণ নিয়ে ভেসে যাই
এই মগ্ন বর্ষায়….
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন