রবিবার, ২৯ জুলাই, ২০১৮

বর্ষামঙ্গল সংখ্যা- ২০



১. তুমি এসো //


অনুরাধা বন্দ্যোপাধ্যায়


খরস্রতে এসো ব্যাস্ত দিনের ভিড়ের মতোই,চুল শুকিয়ে ভিজতে রাজি আমার বায়না ওড়না যত।

গ্রন্থিরা সব শুকিয়ে আছে, উপকাব্যের রঙ্গ রসে।ঝরুক তারা অশ্রু হয়ে মরুদান্যের কক্ষ তলে।এমনি তোমায় পাই না ছুঁতে, আবেগ গুলো বন্দি যত তোমার প্রানেই মুক্তি তত।



২. শ্রাবণ ধারায়//


অনুরাধা বন্দ্যোপাধ্যায়


অবিরল শান্ত বারি, আমার নিভৃত কোনে মিশ্রিত সিক্ত আবেগ।

বিন্দু বিন্দু ফোটার বুকে অভিমানিনী স্তুপের ধ্বংসাবেশ।ঘনঘোর শব্দ সাঁতরে বেড়াই গভীর অতলান্তে চুম্বী চিত্রপট।

বজ্র সন্ধিস্থলে নিশ্চুপ,বিরহ  কনফারেন্স।


৩. বর্ষা//


অনুরাধা বন্দ্যোপাধ্যায়


শিহরণ শীতল গর্ভে সিক্ত, একটি ফোটার বিন্দু।নব্য রূপে জাগরিত বর্ষা, মাতাল প্রেমে অনুরাগী। বাহানা করে স্পর্শ তোমার হৃদয় কম্পমান,

রঙ ঢেলেছ স্মৃতির পাতাই, সমাসক্তি চেতন স্থলে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন