বর্ষাকন্যা ও মৃত্যু-শিঙা'র সুর
..........................................
কয়েক'টি বাকল পড়া পুরাধুনিক মানুষ ঘিরে ধরেছে বর্ষাকন্যা'কে
হাতে তাদের মারাত্মক রাসায়নিক অস্ত্রশস্ত্র -
পুরাধুনিক না আদিম ?
বৃষ্টি'র ফোঁটা'রা কন্যা'র দেহ স্পর্শ করার সঙ্গে সঙ্গে পরিণত হচ্ছে
অ্যাসিডবাষ্পে ৷ আর তার দেহের তলায় লিটমাস কাগজের মতো
শুয়ে আছে বনদেবী ।
ওদিকে, আদমসন্তানেরা মৃতের স্তূপের উপর বসে বাঁশি বাজিয়েই
চলেছে ৷ সে সুর ধ্বংসের ৷
সে সুর মৃত্যু-শিঙা'র ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন