১. কবিতা:
______লুপ্ত
সুনন্দ মন্ডল
রম্বসের চৌকোণে শ্যাওলারা ভিড় জমিয়েছে
ভেন্টিলেশনে তখনও মেঘের ডানা ঝাপটানো
রাত্রির বৃত্তে সুখী পায়রা
বিশ্বস্ত আবহে বর্ষামঙ্গলের প্রহরী।
চড়াই গুলো খড়ের চালে আর বাসা বাঁধেনা
বাবুইয়ের ঘুলঘুলিও শুকনো।
আষাঢ়ের গলা তৃষ্ণা বন্দী
একফোঁটা জল তবু দেখিনা
কালো আকাশের নীচে নেই বৃষ্টি ফোঁটার প্রতিচ্ছবি
মাটির পঞ্চান্নতে নেই মাঙ্গলিক পদধ্বনি।
মিশ্র ভগ্নাংশের জটিলতায় হারিয়েছে বর্ষামঙ্গলের গান।
ক্ষয়ে যাচ্ছে সামাজিক তথা লৌকিক চিত্র।
----------------
২. কবিতা:
______বর্ষা মঙ্গল
সুনন্দ মন্ডল
মঙ্গল মঙ্গলে মঙ্গলের আবাহন
স্থির চিত্র দর্শনে মনসার নাচ
দাবিদার সূত্রে দেবীর মাহাত্ম্য লীলা
ক্ষুন্ন সকল প্রতিরোধ।
সাইরেনের চেয়েও ভারী
যুগের নৃত্য তালিকায় অগণিত মোহিনী
বিলাসী রাতে ফুটে ওঠে নব কল্লোল
বর্ষা মঙ্গলের রাত।
বর্ষা আষাঢ়ের ধূলি ভেজা পথে ঘোরে
জলীয় বাষ্পের সঙ্গী মেঘের ঘাড়ে চেপে।
দূর দূরান্তের উপার্জনীয় দায়ে
আনন্দের বিশ্ব রচনা করে জলের গায়ে।
-------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন