বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮

বর্ষামঙ্গল সংখ্যা- ২২



শ্রাবণের প্রকৃতি

জয়ন্ত ব্যানার্জি

শ্রাবণের সোহাগে মেঘেদের সুরসংগতি;
বিষম রসিকতায় অংশুমালীর চপলতা ভরা হাসি।
অব্যক্ত বিভূষণ অগ্নিশিখা রমণী,
দৃষ্টির দর্পণে নন্দিত পদ্মপাণি।
শ্যামলাভ প্রকৃতির কোলে ফুলবাবুর কাকলি,
বর্ষালি মেঘে কালচে আকাশ কৃষকের মঙ্গলধ্বনি।
অশরীরী ছায়ায় কালো মেঘের গড়াগড়ি,
ফেরারি পর্যটক দেখে মেঘের সাথে অন্তরঙ্গ গিরি।

বুকের চেনা গন্ধ নিয়ে উবেছে আকাশ;
বনান্তে শুরু বৃষ্টি,
উন্মত্ত "ধরাধর,বাতাস",
এভাবেই কল্পতরু হয়ে ওঠে প্রকৃতি;
উৎফুল্ল হৃদয় দেখে নিসর্গ ইতিহাস;
শুষ্কতা ছুটে এসে মুছে দেয় শ্রাবণ মোহরী।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন