শনিবার, ১৪ জুলাই, ২০১৮

আম্রমাধুরী সংখ্যা- ৪



কবিতা:১
সজল রায়।

ভাঙ্গা সাইকেল চেপে অনুপম/
পাহাড়তলির দিকে চলে গেছে/
কে তাকে থামাবে, কার অধিকার/


ভুঁইপিঁপড়ের মতো বালকের দল/
ভেল্কি দেখায় গাঁয়ে-ঘরে/
মুঠো হাত ছুঁড়ে দিলে
ধুলো আঁকে নিসর্গের ছবি/
বাগানবাড়ির দিকে/
বিনিদ্র ব্যাধির মতো ঝিঁঝিঁ ডাকে/
কে তাকে থামাবে, কোন জাদুকর/


ভুল দশমিকে শুধু ব্যবধান দীর্ঘতর হয়/
বারান্দায় ঝুঁকে পড়ে প্রকান্ড শহর/
সিলিং পাখার মতো /
গুমোট সন্ধ্যায় ঘোরে চাকা/
পাহাড়তলির দিকে নেমে যায়/


কে তাকে ফেরাবে , শূন্য ঘর
আর ভাঙ্গা বুকের পাঁজর ।


কবিতা:২
সজল রায়।

দানাপানি অনন্তখামার/
কোচোয়ান জানে/
আছে তার বুদ্ধিমেধাবোধ/
ছলনায় তীক্ষ্ণধার সুস্থিত লাগাম/


বিপন্ন ঘোড়াটি বাতাসবিহারী/
আস্তাবলে ইন্দ্রজাল বোনে/
স্বর্ণচাঁপার মতো কেশদাম/
ফুলে ফুলে ওঠে
                  সংকল্পে,সাহসে/
নির্বিকার ছুটে যায়
                 সম্মোহনে, ধ্যানে/
অগ্নি যেমন ছোটে
               মহামন্ত্রে বোধিদ্রুম/
ঘৃতাহুতি যজ্ঞের কাঠে/


হতবাক কোচোয়ান , ধবল জ্যোৎস্নায়/
প্রজ্ঞার ওপারে দ্যাখে , হ্রেষা নয়/
পারমিতা পুড়ে যায় প্রেমের রেকাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন