বিষাদ
সন্দীপ ভট্টাচার্য
সেদিন মাঝদুপুরে অভিযোগহীন সূর্য ডুবেছিল
দিন ঢেকেছিলো মেঘের মেখলায় ।
রাতের আসার মতো প্রথাগত না,
সে অন্ধকার ছিলো সূর্যের থেকেও উজ্বল
কামার্ত ষোড়শীর বুকে ,মুখের লালার মতো
ধুলোর উপর খেলা করে বৃষ্টির ফোঁটারা
কলাবতী শরীর জুড়ে সোহাগী পেলবতা
তারপর অন্ধকার আরও গাঢ় হলে
দৃশ্যের শব্দরা ছড়ায় কণা থেকে কণান্তরে
গাছের ভেজা গন্ধ তখন
কিশোরী শরীরে ক্লোরোফিল হয়ে যায়
আর মন ছোঁয়া জল উষ্ণতা খোঁজে
এরপর মাঝরাতে ব্যাঙ ডাকা জ্যোৎস্নায়
মেঘেরা বিরাম পেলে
অভিসারী মন জুড়ে বৈরাগী বাতাস
একাকী হৃদয় জাগে ঘুমহীন রাত
মোমবাতি গন্ধ জুড়ে
বেঁচে থাকে কিছু মনকেমনি বিষাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন