১. কবিতা-- শ্রাবণ বেলা
সৌরভ ঘোষ
প্রসূতি মেঘের বেদনার আড়ালে-
সূর্য কেতুর সাথে মেতে।
প্রথমে একফোঁটা-
তারপর কয়েক ফোঁটা-
তারপর ঝমঝমিয়ে,ভাঙা মেঘ...
বীজতলায় ধান চারার উল্লাসে মাথা নাড়া।
রক্তচোষা জোঁকের সাথে আগাছার সহবাস ,
অবলা দাঁড়িয়ে ভেজে...
সরকার দের ছাদে একটা লাল জামা,হাত নাড়ে
কয়েকটা দুলে ছেলে ঘুনি বসায় নালার মুখে
কালিতলার চাতালে আজও ছেলেগুলো তাস পিটছে
শালুক পাতা আহ্লাদে গদগদ,
স্থল শামুকের অনন্ত গতি,বেহিসাবি...
নোনা বাষ্পে কামিনী ফুলের গন্ধ,
বৃষ্টিধারার ভালোবাসায় ইজ্জত স্খলন,
মাটিতে পাপড়ি চাদরের নন্দিত আস্তরণ...
উভচরের কামুক ডাক,প্রজননে মত্ত...
কাক ভেজা পায়রাগুলো গম্বুজের আড়ালে।
শত্রুর উঠোনের সরু জলধারা হাত ধরে-
সমান্তরাল পথে...
শালি মাঠ,উর্বর দোঁয়াশের সাদর অভ্যর্থনা,
আলিঙ্গন,মিলনোৎসব...
জীর্ণ কুঁড়ের স্থবির দৃষ্টি আকাশপটে আটকে...
২. কবিতা -- নৌকা বিহার
সৌরভ ঘোষ
তন্দ্রালু সন্ধ্যা।
প্রতিফলিত স্ট্রীট ল্যাম্পের কাঁপা কাঁপা ছায়াছবি বেয়ে,
নৌকার ছইয়ে সেঁধিয়ে যাই।
তোমার বুকে নিঃস্বার্থ মাথা রাখি
মেঘের গর্জনের অনুরনন ঢেউ হয়ে উপচায়
পাটাতন বারবার ভিজে যায় শরীরের মতন।
বাইরে বৃষ্টি আর নদীর শব্দ সঙ্গম
ছাউনির ভেতর আবেশ লোভী শ্রাবণ,
অন্তরের লেহন থরে থরে টের পাই,
ক্রমশ ডুবে যাই অথৈ শব্দ নক্সায়,
শেষ চক্ররেল চলে যাবার পর
আসকারার পর্দা ঠেলে বেরিয়ে দেখি-
তারাদের আড্ডা, মাঝির একগাল হাসি।
কূলের শীতল আবহে -
নাছোড়বান্দা সুরেলা প্রতিশ্রুতি,
'ভালোবাসি, খুব ভালোবাসি... '
অন্যরকম বর্ষা:
৩. কবিতা-- বৃষ্টিপ্রেমী
সৌরভ ঘোষ
অবাধ্য মরা মাঝির গায়ে আঁশটে গন্ধ
পাঁচমাথায় কথার জোট,বাংলা প্রোটিন
অচল রেডিও বাক্সে ইলেকট্রিক বিল।
তেল শেষ,সেঁকা পাঁপড়ের গন্ধ গমগম।
অবিশ্রান্ত শ্রাবণ টিপটিপ থেকে ঝমঝম...
বাদল পোকার সুড়সুড়ি আর সৌম্য ঝাপটা।
চার্জার আলোর সঙ্গী ইস্কাবনের টেক্কা...
#
বান উপেক্ষিত,
মাঝির ছেলের নৌকা নিয়ে সাগর পাড়ি ...
৪. কবিতা-- ফোঁস
সৌরভ ঘোষ
বুনো কাশ আর কিউমুলাসের প্রত্নতাত্ত্বিক বন্ধুত্ব
বাঁধানো ঘাটে ঝিরিঝিরি বৃষ্টি,পচা পাতার গন্ধ
মেঠো ঘাসে মেটুলির চুম
মোড়ে মোড়ে ত্রিফলা বাতির রোশনি।
#
বাস স্টপেজ থেকে তিন কিমি হাঁটা প্রতিদিন
প্রথম বর্ষের ছাত্রী,ছাপনার- 'রোশনি সারমিন'।
গন্ধগ্রামের কাঠের গুদামে মাতাল গন্ধগোকুল
ওৎ পাতা জরিপের স্কেলার মাপ প্রতিকূল।
#
রোশনির গায়ে আলোর ছটা।অসুরদলনী।
ঘুড়ে দাঁড়াতেই-
বেসুরো মতালের ছুটোছুটি,পাগলামি...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন