বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮

বর্ষামঙ্গল সংখ্যা- ১৬



১.

বর্ষা সকাল-২
অভিজিৎ দাসকর্মকার।

মেঘমল্লার থেকে তানসেন
নামায় ক্রন্দসী জলরাশি
শ্রুতিমধুর জল-তরঙ্গে
সুগন্ধি মেঠো পথ

হে 'অকূলের কূল'
প্রতিটি তানপুরা মেঘমিলনের তৃপ্তি জল খায়
শরীর ময় মঙ্গল মঙ্গল গন্ধ
ধুনোর সাথে মিশে যায়
পায়ের ছাপের কাদা

খেলে চলেছে কালো মেঘ
আর সমাজের কৃষক জীবনীর
জলজ সংসার
হুক খোলা খড়-চালা
পেট ভর্তি শ্যাওলা জমে
খিদে নেই বৃষ্টি নামের মেয়েটির।



২.

বর্ষা সকাল
অভিজিৎ দাসকর্মকার

আপেক্ষিক তাপের কম্পাঙ্ক  নিয়ে মালভূমি সংখ্যা
     জল লীনতাপ ছাড়ে শাড়ীর কোলাজ-কুচিতে
বিশ্বাস করা শব্দফেনায়
বাস্তব মাটি সত্যসময় গুলি কুড়িয়ে রাখে নিউটনের টেনে রাখা শক্তি

      মা তোমার শোলোক বলা মেয়েটি আজ বড়ো হয়েছে বাঁশবাগানের জোৎস্না-ছায়ায়
পাঁজরের ফাঁকে ক্যাটফিস ছোটে
অ্যাকুয়াফিনার জলে

            টোরিভোরের বিছানায় আড়মোড়া ভাঙে পর্ণমোচী আর্কিমিডিস
            বিসমিল্লাহর সানাই-এ অপসৃত জলমাটিতে অম্বুবাচীর বর্ষা-সকাল...


৩.

হয়তো জিরো
অভিজিৎ দাসকর্মকার।

শ্যাওলার ভিতরে যে শিকড় জল বুদবুদ খোঁজে
তার গায়ে পরিযায়ী পাখির ইচ্ছে ডানা
শান্ত বিকেলময় পটদীপের গোধূলী সা-পা ধরে
মেঘ বেহাগ ছায়ানটের সকাল
গরম চা আর খবর কাগজ পড়ে
জানালার পাশে রাতের লিপস্টিকের কান্না ছায়া
এস্রাজি শাড়িতে যোনপুরি পথ দেখায়
শরীরের রেয়ন কাপড়ে বাইকে চড়া
দক্ষিণ-বনলতা
পিছনে বসা সময়টির প্রাচীর ভাঙা দৃষ্টিদর্শন
'অখ্যাতনামায়' সাতটি তারার তিমির
হাতে 'ফিরে এসো চাকা...'



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন