১.
প্রতিটি বৃষ্টির ফোঁটা আসলে
শুভঙ্কর দাস
আকাশ আর মাটির মাঝখানে যে দূরত্ব
তা একমাত্র নারীবুকব্যাকুলতা বলে পারাপার
হয়ে ওঠে,জন্মকালের প্রথমদিন থেকে।
আকাশ কামনায় ঘনকালো,আবেগে বজ্রবিদ্যুৎ
তার ভেতর থেকে বেরিয়ে আসে,
তৃষাতুর জলবিন্দু
চিতার বুকের মতো মাটিতে খুঁজে নেয় বীজধানের শ্বাস
প্রতিটি বৃক্ষের সূচনা,সিদ্ধি,সালংকরাময়
এমন জগৎ
যা একমাত্র কোনো প্রেমিকা হৃদয়াভিযানে
মাতৃমধুর হয়ে ওঠে,সহজিয়া সাধনায়!
সুউচ্চ পতন কি!না,এ তো পতন নয়
এ এক আশ্চর্য উড়ান,জন্মের,অমরত্বের
তা শুধু বারিধারা জানে
আসলে প্রতিটি বৃষ্টির ফোঁটায় নারীমুখ আঁকা আছে,নারীগর্ভও।
--------------++++++++++-----------+++++++
২.
রূপগাছি
শুভঙ্কর দাস
শরীর কি যেতে পারে শরীরের অতলে?
মেয়েটি রাস্তার জলে দাঁড়িয়ে আছে, না জল দাঁড়িয়ে গেছে রাস্তার মতো মেয়েটির
বুকে,নাভিতে,নরম প্রবেশরেখায়
সংযম,সাধনা,কামনা এবং প্রেম চারযুবা
শুরু করেছিল দৌড় দিগন্ত ছুঁয়ে
সব ধুয়ে
নিয়ে গেছে রূপকথার সত্যি রাক্ষস, প্রথম শ্বদন্ত দেখায়!
ফিরে গেছে জলে
নারী হলে স্তন্যাকার মেঘ ,আর পুরুষ হলে ফুটিফাটা গরম মাটি
প্রথম বৃষ্টির আয়নায় চিনতে পারেনি বলে!
--------------------------+++++++--+-++++----
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন