১. রাজবৈদ্য
সুখবিন্দর সরকার
তুমি রাজবৈদ্য
রাজার অসুক সারায় তোমার
ঝাড়ফুঁক
তোমার ভীতি প্রদর্শন তাণ্ডব
কঙ্কালের খুলি হাতের মুঠোয়
বেহিসাবি ইচ্ছেধারি স্বপ্নরাজ্য
তোমার নেই অরুচি অক্ষমতা
মৃতার সহবাসে
আয়না তোমার ধুলজমানো
চশমাহীন দুটো চোখ
ছানি জমানো
দিনে তোমার উপবাস আর
রাতের খাওয়ায় রক্তমেশানো
শ্মশানের জলন্ত আগুনে তুমি
ভাত রেধে খাও
কবরের নিচে তোমার ফুলশয্যার
খাট বিছানো
২. জবরদখল
সুখবিন্দর সরকার
তাং- ০৩/০৫/২০১৮
মরুভূমী পথ ক্লান্তি সুখ
এক পশলা বৃষ্টি
হাত ছুঁয়ে থাকো অমর শহীদ
স্মৃতির দুয়ারে সব ইতিহাস
কালেব গৌরব সিংহরাজ
জবর দখল অন্ধকারে রাজমুকুট
আয়নায় মুখ ঢাকা যমজ ভাইয়ের
পুতুল নাচের ইতিকথা
সব নয়ছয় হিসেবে পোকাধরা চাল
ভূত ভবিষ্যৎ অকাল বোধন বর্তমান
ভরাট সুখ শূন্যস্থান
৩. কাল
সুখবিন্দর সরকার
তাং- ২১/০৬/২০১৮
নদীর পাড়ের প্রেম শুধু
দূর্বা ঘাসের অনিশ্চিৎকাল ধর্মঘট
পুজোর ফুলে লুকোনো বিষাক্ত
ভ্রমরের হুল
চাঁদ অাছে রাত নেই
এক হাড়ি ফুটন্ত চোখের জলে
সত্যিকারের ঘোড়ার ডিম
ধূপের ধোঁয়ায় স্বর্গের সিঁড়ি বাজিমাৎ
চেনা চোখে গভীর প্রেমরোগ মলমহীন গোপন বুকে ধারালো নখের আঁচড়
আগাছায় ভরাট কুরুক্ষেত্রের মাঠ
ক্ষুধার্ত কৃষ্ণ আহারের প্রতীক্ষায়
বিবস্ত্রা দ্রৌপদীর আর্ত চিৎকার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন