শনিবার, ১১ আগস্ট, ২০১৮

রথযাত্রা- ৩



প্রণয় পুষ্পের ঘ্রাণ
মৈনাক চক্রবর্ত্তী

এবার যদি উল্টোরথে- মেলায় না যাই,
তুমি আমি, দিনটা কাটাই, বন্ধ ঘরে-
জিলিপি আর পাঁপড় ভাজায়, রথ শুধু নয়-
তোমার ঠোঁটের জিলিপি স্বাদে, সময় কাটে...

এবার যদি রথের মেলায়- সন্ধ্যা ঘিরে
ঝাপসা বৃষ্টি, ঝাঁপিয়ে পড়ে, শহর জুড়ে-
শহর ভিজুক রথের মেলায়, আমরা ঘরে-
তোমার দেহের উষ্ণতারা আমায় খোঁজে...

এবার যদি রেশমী চুড়ি- নাইবা কেনো,
শ্রাবন মাসে, বৃষ্টি মেখে ঘরে ফিরো-
পাঁপড় ভাজা, এবার হয়ত নাইবা খেলে-
শরীরে শরীর, ডুবে থাকুক পাপড়ি ঘ্রাণে...


শ্রাবনের রথ
মৈনাক চক্রবর্ত্তী

আমার কাছে রথযাত্রা,
ধর্ম কথার উৎসব নয়-
আমার কাছে রথযাত্রা,
শ্রাবণ কিংবা আষাঢ় মাস-
মেঘ গুরগুর ঈশাণ কোণ,
পেঁচিয়ে যায় রথের চাকায়-
বৃষ্টি আসে, ভিজিয়ে দেয়,
উড়ে আসে মেঘবালিকা...
টুকরো টুকরো শ্রাবণ মেঘ,
বিন্দু বিন্দু জমতে থেকে-
ভেসে যায় রথের চাকা,
মাসি নাকি পিসির বাড়ি;
তা আমার ঠিক জানা নেই...
রথের দিনে শ্রাবণ তোমায়
চিনতে পারি নিজের করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন