রথযাত্রা - স্বরূপ সিংহ রায়
মলিনতা ছুঁড়ে দাও রোজ
ভেঙে পড়ি আমি
দু চোখের জলে হাঁটি
ঝাপসা রাজপথ ---।
সে জলের দাম কি বা
চোকানোর দায় নেই কারো ---
অরণ্যরোদন তাই করি না আর,
অবহেলা দিয়ে তুমি
যত খুশি মারো ----।
মলিনতা ভেঙে দেয়
মেরুদন্ড রোজ
ভিতরে ভিতরে ঘূণপোকার মিছিলে
ধর্মঘট স্লোগান ----।
তবু সোজা হাঁটি আমি
হেঁটে যেতে হয় ---
নিজের-ই রশি তে টানি
শূণ্য সে রথ ----
মাধুকরী ফেরা জানে
পিচগলা পথ -----।
বিষণ্ণ দিনের শেষে
আশা রাখি মনে
ফাঁকা রথ টেনে রাখি
তোমার-ই পথেতে ----,
হয়তো বসবে এসে
বিবশে সুবাসে
হয়তো বলবে কথা
কিছু ভালোবেসে
কাছিতে থাকবে টান
দারুন আবেশে -----।
নতুন যাত্রার পথে
আলোকিত রথে
ফিরে এসো সীমন্তিনী
নতুন শপথে -----॥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন