১. *স্বাধীনতা*
আরিয়ান প্রিয়স(পাল)।
পেটের খিদে পেটেই মরে গামছা বেঁধে কাটে,
রুগ্ন পাঁজর ফুঁপরে ওঠে টিকটিকি হাত চাটে ।
এসব দিকে তোমার খেয়াল কেন নেই –
শুধু বৃষ্টি খোঁজো নিজের অধিকারেই।
নদীর তীর নাম ছিল তার সোনার তরীর দেশ,
জল শুষে নিয়ে ফসল কাটে সরীসৃপের বেশ।
নিজের বুকে জড়িয়ে ধরে স্বীকার করো ত্রুটি।
চাল নড়ছে বাঁশটা ধরো শক্ত করো খুঁটি ।
যুদ্ধশিবির এদিক ওদিক রক্ত লাগে জামায়,
ঘোড়ার ক্ষুরে বড্ড আওয়াজ, স্বাধীন বাংলায়।
আড়াই চালেই বর্ষা নামে শ্রাবন মেঘের ক্ষেতে,
পাঁক জমেছে জলের ঘটে, ভাত কই তার পাতে!
দূরে যে দাঁড়িয়ে, কিছু প্রেম সেও জানে।
একদিন স্বাধীন হবো,সমর্পণ স্বাধীন ভারত নামে।
২. *স্বার্থকতাই স্বাধীনতা*
আরিয়ান প্রিয়স(পাল)।
দেখবেন কত কষ্টে থাকি
আসুন না আজ আমার বাড়ি
দেওয়াল গুলো সবে গাঁথা,
ভাঙলে তবু হৃদয় ভারি. . .
রাস্তাগুলো ধুঁকছে দেখো
বর্ষা হতেই কাজের রেষ!
উন্নতি আজ মাঠেই বসে
হচ্ছে এবার মাল্টিপ্লেক্স।।
কি প্রয়োজন এসব দেখার
ওপরে তো গদির লড়াই,
দু-একশ জন সড়েও গেলে,
ভোট হবে তো গুনতি ছাড়াই।।
এত কিছু শোনার পড়েও
আমরা বলি মহান দেশ
মুখের হাসি ফুঁটিয়ে খেয়ে
সবাই তো আজ স্বাধীন বেশ! !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন