১. স্বাধীনতা মানে
প্রশান্ত কুমার ঘোষ
স্বাধীনতা মানে মুক্ত বিহঙ্গ,নয় শৃঙ্খলার কাতর যন্ত্রনা
স্বাধীনতা মানে মতামত প্রকাশ নয় অপরের কথায় সায়
স্বাধীনতা মানে সকলেই সমান নয় দেশের স্পেশাল কেউ
স্বাধীনতা মানে দুমুঠো অন্ন নয় অনাহারে জীবনযাপন
স্বাধীনতা মানে একটা বাড়ি নয় ফুটপাতে দিন যাপন
স্বাধীনতা মানে আত্মনির্ভর নয় অপরের আনুগত্য
স্বাধীনতা মানে শ্রমের অধিকার নয় অপরের দাসত্ব
স্বাধীনতা মানে আত্মকথন নয় মিথ্যা স্লোগানে কন্ঠ মেলানো
স্বাধীনতা মানে নিজের অধীন নয় অপরের কাছে গোলামি
স্বাধীনতা মানে নিজের জীবনচর্চা নয় অপরের প্রতিবন্ধকতা
স্বাধীনতা মানে বুভুক্ষের অবসান নয় করুনানিধির পাত্র
স্বাধীনতা মানে অবাধ যাতায়াত নয় লুঠ-খুন-ধর্ষণের থাবা
স্বাধীনতা মানে নারী সমান নয় ভোগ্যপণ্যের বস্তু
স্বাধীনতা মানে আমিই চালক নয় কারো দ্বারা পরিচালিত।
২. আমি ভারতবর্ষ বলছি
প্রশান্ত কুমার ঘোষ
মনে পড়ে কৃষ্ণ পক্ষের দুশো বছরের ইতিহাস ?
প্রাণের বিনিময়ে আমাকে ছিনিয়ে আনার আকুলতা
কত ফুল বিকশিত হতে পারে নি
কতক ঝরে ছিল কুঁড়িতেই
আজও আমি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদি।
হায়েনাদের কাছে আমি এক ফালি চাঁদ
আমার গহনে ছিল রত্ন খনি
আমার শরীরে ছিল উর্বরতা
ওদের লোলুপ দৃষ্টিতে আমি ছিন্নভিন্ন;
আমার কোষের ধ্বংস করে
রক্ত বিছিয়ে পথ পিছল করে
আমার সর্বস্ব
ওদের আঁতুড়ঘরে টেনে নিয়ে গেছে।
এখনও আমার বুকে
স্বার্থের দামামা বাজে
জোঁকেরা রক্ত চোষে ,
পাচার চক্রের রমরমায় আমার ডায়বেটিস
ধর্ষণের আদিখ্যেতায় আমার রক্তাল্পতা।
আজও চলছে আমার ক্যানভাসে স্বার্থের দাঙ্গা
কথায় কথায় আমার সম্পত্তির ভাঙচুর ,
সহনের সূর্য আজ অস্তমিত
গঙ্গাতে এখনও বয়ে চলে
রক্তের স্রোত ।
তবুও এগিয়ে চলেছি
তোমাদের হৃদয়কে সঙ্গী করে
প্রযুক্তির বাতাবরণে আমি এগিয়ে চলেছি
আমি খুঁজে চলেছি গুপ্ত যুগের স্বর্ণযুগ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন