বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮

বর্ষামঙ্গল সংখ্যা- ২৪



১. বর্ষাবিষয়ক কবিতা:

  সেই মুখ।

অমিতাভ দাস।


ভুলিনি আজও সেই মুখ

ভুলিনি আজও এক বুক বৃষ্টি এসে কীভাবে ঝাপসা করে ছিল মনের অলিন্দ নিলয়।

যখন রক্ত রঙে রঙিন পথে পড়েছিলাম  আর সহযোদ্ধারা দেখালো কাপুরুষ পিঠ তখন ঢাল সেজে দানব দলনী হয়ে যাওয়া সেই মুখ ভুলিনি এখনো।

ভুলিনি তপ্ত কপালে টপটপ ঝরে পড়া ধারাপাত,

যা মোছার জন্য পিঠ টান টান করে উঠে বসেছি বারবার।

ভুলিনি বৃষ্টি ছোঁয়া গোধূলি বেলায় টকটকে অপার্থিব সময়ে ও মুখ দেখে মনে জেগে ওঠা বিদ্রোহী কবিতার পংক্তিগুলো।

ভুলিনি আজও সেই মুখ

যা প্রেম আর বিদ্রোহের দেওয়াল লিখন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন