১. কবিতা: আমি স্বাধীনতা বলছি
সুনন্দ মন্ডল
তোমরা কেমন আছো?
আজ এই ৭২ বছর পরে!
বাস্তবের চিড় ধরা ঢালাই গাঁথুনি
শ্যাওলা জমা মনের গলি
কচুরিপানা থিকথিক করে সোঁতা হৃদয়ে...
পৌনঃপুনিক থেকে গেছে চোখে
বৃত্ত ছোট হতে হতে ক্রমশ তালুতে বন্দী
মিথ্যের সূত্রে সিঁড়ি ভাঙা অঙ্কের কৌশল...
বুলবুলির আওড়ানো কথার প্রাচীর
চিলের ছোঁ ছোঁ রব গাছের মাথায়
শকুনের আড্ডাখানা তেমন শৌখিন নয়
তবু এস্ট্রোলজী বলে আগামীর দিনলিপি!
অক্টোপাস টেনে ধরে পিছন থেকে
শুধু ভালো আছি, ভালো থাকার অভিনয়
দিনের আলো মুছে রাত, রাত পেরিয়ে দিন
তোমরা এভাবেই স্বাধীন, মুক্ত খাঁচার ভিতরেই।
তোমরা কি সত্যিই ভালো আছো?
না! নেই ভালো, শুধু ভালোর বীজ পুঁতেছো!
জানি সে চারা ৭২ এর পরেও জন্মাইনি
কারন আমিই 'স্বাধীনতা' বলছি!
------------
২. কবিতা: স্বাধীন-ভারতে
সুনন্দ মন্ডল
জন্ম স্বাধীন ভারতে
মৃত্যু হবে স্বাধীন ভারতে।
মাঝে অনন্ত অন্তরফল পরাধীন
অন্তরে আক্ষেপ অবহেলন আর অপ্রাপ্যতা....
রুটির লড়াই
রীতির ফাঁড়া
সংস্কৃতির উলুখাগড়া
প্রাত্যহিক কলহ
বিবাদের পিন্ডি
স্বার্থের দর কষাকষি
মনুষ্যত্ব বিক্রি....
সবই পেয়েছি স্বাধীন ভারতে
ডাক্তার, উকিল, শিক্ষক, ইঞ্জিনিয়ার
যন্ত্রচালিত সভ্যতা, যান্ত্রিক সমাজ।
বলি দেখি প্রতিনিয়ত সমাজের বেদীতে
টাকার হাতে নর-পিশাচ, মানবিকতা
কে বলেছে? আমরা স্বাধীন হতে পারিনি!
-------------
৩. কবিতা: স্বাধীন নাকি স্ব-অধীন!
সুনন্দ মন্ডল
প্রত্যেক জাতি
ধর্ম কিংবা বর্ণের দোলনচাঁপা
লাল লাল বিপদ
বিভেদের শীর্ণ শলাকা
প্রকৃতির নিয়মের অনুসারী
দোর্দণ্ডপ্রতাপ চামুন্ডার
আগ্রাসনী খিদের জ্বালায় নিজস্বী
ব্রিটিশ শাসনমুক্ত
ভারত মাতা!
শুধু অন্যের দাসত্ব মোচন হয়েছে
পরাধীনতার তকমা নেই আর
তাই বলে স্বাধীন হতে পারেনি!
পারিনি স্বাধীন হতে,
এখনো কোথাও না কোথাও বন্ধনের হাওয়া
পিছন থেকে টান অনুভব করি
সমাজের সিংহাসনে উপবিষ্ট তাবড় তাবড়
সুবিশাল দেহীর অঙ্গুলিলেহনে সাধারণ মানুষ।
প্রত্যেকেই সুচিন্তিত সুপরিকল্পিত কর্মে নিযুক্ত
আলাদা আলাদা বেঁচে থাকার লড়াই
নিজস্ব শক্তির সাধনায় লিপ্ত।
তবুও নেই কোনো বাক স্বাধীনতা
কর্ম স্বাধীনতা
কৈফিয়ৎ দিতেই হয় পর্দা ঘেরা দরবারে।
নিচু তলার মানুষেরা পদদলিত আজও
দীর্ঘ ৭২এর পরেও স্বাধীন নয়
কেবল মাত্র স্ব-অধীন।
বিদেশীর শৃঙ্খল মুক্ত মানেই স্বাধীনতা নয়
স্বাধীনতা মানেই নিজস্ব কল্পনা শক্তির স্ফুরণ।
-------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন