সোমবার, ২০ আগস্ট, ২০১৮

স্বাধীনতা- ১১



●   ভালবাসার স্বাধীনতা  ●

         □   নাসির ওয়াদেন   □

আন্দোলিত দিনসমূহ বৃক্ষের শাখা হয়ে
অনবরত দুলছে বাৎসল্যের ঢেউয়ে

একটি স্বাধীনতা দিবস মুঠো মুঠো
লাবণ্য ছিটোচ্ছে দুই হাতে

কচি কচি শিশুর মাথায় জটিল গণিত •••

বইখাতা ফেলে আমাদের শিশুরা
অন্যরকম অমলিন সাজে সেজেছে
ইউনিফর্ম নেই, নেই বাক্সপাটরা, কলম
শুধু খেলা আর একরাশ উচ্ছ্বাস ---

শ্রাবণের মিষ্টিধারা ক্লান্তিহীন বাতাসে
একগুচ্ছ প্রতিশ্রুতি ছুঁড়ে মারে
স্বাধীনতার শপথে
বিষন্নতা ভেঙেচুরে জমে ওঠে ভালবাসা ---

                        ####

         ■  স্বাধীনতার স্বপ্ন চোখ  ■

          □   নাসির ওওয়াদেন   □

কে ছিঁড়েছে  ওই মন্দাক্রান্তা শরীর  ?

শরীর তো নয় তাজা টগবগে গোলাপ
গোলাপকে ছেঁড়ে কেউ ?
দূর হতেই
শুধু দেখা আর গন্ধ শোঁকা --

রাস্তা ওৎপেতে থাকে সুস্বাদু মাংসের দিকে
বুভুক্ষু নারী
যে জননী হতে চেয়েছে
যে মা হতে পারত
যে একটা সোনার সংসার চেয়েছিল

কঠিন লৌহচর্ম লোভ ছিঁড়ে ফেলল
শকুনের তীক্ষ্ণ নখের আঁচড়ে•••

ট্রেন লাইনের পাশে, সেপটিক ট্রাঙ্কে
ঘন ঝোপের আড়ালে
ছিন্নভিন্ন আধখাওয়া শরীর ---

স্বাধীনতা কী দিয়েছ তাঁকে ?

কে ছিঁড়েছে মন্দাক্রান্তা শরীর ?
জবাব চাই , জবাব দাও  --
আমাদের ব্যস্ততার স্বাধীনতা -- বিবেকের স্বাধীনতা---

স্বাধীনতার স্বপ্ন চোখ আজও নারীকে হাঁটায়--


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন