সোমবার, ২০ আগস্ট, ২০১৮

স্বাধীনতা- ১২



তোমরা যাকে হত্যা করেছো
টিপু রহমান

যার উন্নত তর্জনীর সন্মোহনী ইশারায়
বেড়ে গিয়েছিল মনোবল মিছিলে,মিটিংএ,আন্দোলনে
ঢেউ উঠেছিলো প্রতিটি নদ- নদীতে বঙ্গপোসাগরে
ঢেউ উঠেছিল প্রতিটি সবুজ সোনালী মাঠ-ফসলী ক্ষেতে...

তোমরা তাঁকেই হত্যা করেছো যিনি এ বঙ্গের নামে নাম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান?
তোমরা তাঁকেই হত্যা করেছো এ দেশটা যিনি এনে দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান?

যাকে গণমানসের নেতা করেছে পুরো জাতি
কেন তাঁকে হত্যা করলে তবে তোমরা পাপী?
রাজপথ-মিছিল-বিক্ষোভ আন্দোলন চেনা মানুষটিকে
রাষ্ট্রযন্ত্র প্রশাসনের কুটিল মারপ্যাঁচ বুঝতে কতটুকুই বা সময় দিলে?
দূর্ভিক্ষের অসহিষ্ণুতার সুযোগ নিয়ে
কিছু সুযোগসন্ধানী চাটুকারদের ভুলের সুযোগ নিয়ে
মনের গভীরে ক্ষমতার গোপন লোভ নিয়ে
বৈদেশিক ইন্ধনে বিপথগামী তোমরা তাকে হত্যা করলে
গুটিকয়েক নোংরা রাজনৈতিকের ইশারায় তোমরা তাঁকে হত্যা করলে...
এতো বড় বিশাল মনা মানুষটিকে স্রেফ খুন করলে....

তোমরা একজন মুজিবকে মারতে পেরেছো
তাঁর দেহটাকে অশ্লীল বুলেটে ঝাঁঝড়া করে দিয়েছো
তাঁর স্ত্রী দেশমাতাকেও খুন করেছো
তাঁর আত্মজদের বিভৎস ভাবে খুন করেছো
এমনকি শিশু রাসেলকে পৈশাচিক হত্যা করেছো...
কিন্তু তোমরা কি তাঁর রেখে যাওয়া কর্ম আদর্শকে
আদৌ হত্যা করতে পেরেছো?
একজন মুজিবকে হত্যা করে তোমরা কোটি মুজিবের জন্ম রুখতে পেরেছো?

বাংলার ঘরে ঘরে এখন তাই কোটি মুজিবের দীপ্ত পায়ের আওয়াজ পাওয়া যায়...
বাতাসে ভেসে বেড়ায় তোমার সৃষ্ট চির অমর কবিতা
অজর কাব্য,সেই শ্লোগান "জয় বাংলা"...

বঙ্গবন্ধুর রক্ত ৩২ নাম্বারের সিঁড়ি বেয়ে বেয়ে
মিশে গেছে এই নদী মাটি মানুষের হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে...
এই বাংলার প্রগাঢ় সবুজ শষ্য ক্ষেত, সোনালী ফসলের আঘ্রাণ
সব কিছুতেই তুমি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন