সোমবার, ২০ আগস্ট, ২০১৮

স্বাধীনতা- ১৩



কিছুটা স্বাধীনতার জন্য

---------------মৈনাক চক্রবর্ত্তী

আরো কিছুটা স্বাধীনতা পাবে বলে,
সীমান্তের কাঁটাতার ধরে-
হেঁটেছে মানুষ মুক্তির আনন্দে।
একদিন এই মাটিতে ঝরেছিল
ফোঁটা ফোঁটা রক্ত, ঘাম, ছিন্ন অঙ্গ;
সান্ত্বনা ছিল মনে, দেশ স্বাধীন হবে.....
লৌকিক লোকাচারে স্বাধীন হয়েছে দেশ!
কিন্তু,
তার প্রতি ধূলিকণায় পরাধীনতার বিদ্বেষ।

আরো কিছুটা স্বাধীনতা পাবে বলে,
ডানা মেলে আকাশে ওড়ে
নিষ্পাপ শৈশব।
তবুও তাকে বাঁধা হয়
অক্ষরমালার লম্বা শিকলে-
পরাধীন হয় শৈশব।

আরো কিছুটা স্বাধীনতা পাবে বলে,
এক নারী স্বপ্ন দেখে,
এক প্রগতিশীল সমাজের।
তবুও স্বাধীন দেশের প্রতি প্রান্তে
শোনা যায় চিৎকার.......
নারীদের স্বাধীন করার জন্য......

আরো কিছুটা স্বাধীনতা পাবে বলে,
গরজে ওঠে প্রতিবাদ।
দৃঢ় হয় লেখনীর কলম।
তার বদলে সে পায়, দেশদ্রোহীর তকমা.....
লুন্ঠিত হয় স্বাধীনতা।

আরো কিছুটা স্বাধীনতা পাবে বলে,
অন্ধ গলির মোড় ছেড়ে-
ছুটে পালাতে চায়, অসহায় নারী সত্ত্বা।
কিন্তু,
সমাজের অনৈতিক শিকল, জড়িয়ে ধরে পা!
টেনে হিঁচড়ে নিয়ে যায় আরো অন্ধকারে,
দেহের মলাটে অন্ধকার এঁকে দিতে।

আরো কিছুটা স্বাধীনতা পাবে বলে,
হাঁস-ফাঁস করে দশটা পাঁচটা মধ্যবিত্ত মন।
তবুও মেলেনা স্বাধীনতা!
উর্দ্ধতনের অঙ্গুলিলেহনে
নিতান্ত খেলার পুতুলের মতো,
এ ফাইল থেকে ও ফাইল-
স্বাধীনতা পায়না টাইয়ে বাঁধা কলার.....

আমরা স্বাধীন হয়েছি বহুকাল,
বুক ফুলিয়ে বলতে ভালো লাগে,
আমার দেশ স্বাধীন।
কিন্তু, তা প্রশাশনিক স্বাধীনতা।
আমরা পাইনি সামাজিক স্বাধীনতা-
........পাইনি মন খোলা আনন্দের স্বাধীনতা
........পাইনি মুক্তির অনুভব
তবুও আমরা খুশী, একপেশে স্বাধীনতা নিয়ে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন