১. কবিতা: একটি সকাল।
শুকদেব পাত্র।
স্বাধীনতার সকাল তেরঙ্গায় মোড়া
দুই এক পশলা বৃষ্টি হয়ে গেল
আমি রাস্তা দিয়ে হেঁটে চলি l
হসপিটালের কাছে রাস্তায় বসে যে ভিখারি ভিক্ষা করে
রোজ,প্রতিদিন
আজও দেখি বসে আছে ,
বৃষ্টিভেজা ছেঁড়া জামা পরে কাঁপতে থাকে l
ছোট ছোট ছেলেমেয়েরা স্কুল ড্রেস পরে পতাকা হাতে এগিয়ে চলে....গান বাজে মাইকে
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি l
একটা সকাল হটাৎ ম্যাজিকের মতো সবাইকে
কেমন স্বাধীন করে তোলে ,তাই না !
অফিস হীন ছুটির দিনে ভালো ভালো জামাকাপড় পড়ে
সবাই কেমন স্বাধীন হয়ে যায়....
বসের বকুনি নেই ,পদলেহন নেই
আছে শুধু দৃঢ়মুষ্ঠি আকাশে তুলে 'জয় হিন্দ' বলা l
বড়ো রাস্তা পেরিয়ে গলি রাস্তায় ঢুকি ,একটা সিগারেট ধরাই
পাশের চায়ের দোকান থেকে নেতাদের ভাষণ ভেসে আসে
গলা থেকে চোঁয়ানো ঢেকুর ওঠে l
ইট ভাটার শ্রমিকেরা পতাকা তোলে ,শহীদ বেদিতে ফুল দিয়ে বলে...ভারত মাতা কি জয় ,বন্দে মাতরম l
পতাকা তোলা হয়ে গেলে একজন আস্তে আস্তে বলে
ও সফিকুল চাচা একটা বিড়ি দেবা ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন