শনিবার, ১১ আগস্ট, ২০১৮

রথযাত্রা- ৯



(অভাব ও দুঃশ্চিন্তার দারিদ্র্যতার কালো মেঘ শ্রাবণ রথের মেলায়)।

পাঁপড়ভাজা'র অমসৃণ ধারগুলো।
..................................................
ফিরোজ আখতার।

পাঁপড়ভাজার গন্ধ'টা গুলিয়ে গুলিয়ে পাক খায়
দুই ভাইবোনের নাকের চারপাশে -

একটা অতৃপ্ত ঘূর্ণি ৷ বড়ো ভালো লাগে গন্ধ'টা ওদের-
ঘন্টাখানেক দাঁড়িয়ে আছে দোকানের একপাশে । তেলাকুচো গাছের ফলের মতো ৷ হঠাৎ পাওয়া একটা পাঁপড়ভাজা ভাগ
করে খাবে দু'ভাইবোন ৷

রুক্ষ লালচে চুল ৷ মায়াময় চারখানি চোখ ৷ ময়লা জামা দেখা যায় না
আধোঅন্ধকারের আবহে । ততোধিক অন্ধকার জমাট বেঁধে আছে পাঁপড়ভাজা'র
অমসৃণ ধারগুলোতে৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন