শনিবার, ১১ আগস্ট, ২০১৮

রথযাত্রা- ৮



(অন্যরকম রথযাত্রা জীবনযুদ্ধের চিত্র দৈনন্দিন)

কবিতা-- দেশান্তর
সৌরভ ঘোষ

শিয়ালকোট থেকে চিটাগং পাদানীতে ...
ডাকাবুকো ইঞ্জিণ সামনের দৃশ্য গিলে -
কয়েক মাইল শ্বাসবায়ু ভরে নেয় ফুসফুসে।

দিনের আলো যথেষ্ঠ ভরেছি চওড়া বুকে।
অন্ধকারে মিটমিট জোনাকি তারা আঁচে,
ঝিঁঝিঁ পোকার নিরন্তর ডাকে
খুঁজেছি পরিচিত মায়া স্বর
পেয়েছি নমুনা ,ট্রেনের চাকার ঘড়ঘড়।

বর্ডারে আপাদমস্তক চেকিং ,নকল যন্ত্রের বিপবিপ
সব সাজানো...
রাস্তায় শুধু দিল্লীর কথা, উদ্বাস্তু জটলা
শেষ ঠিকানায় সাড়ে তিনফুট চৌকিতে
আমার কোনাকুণি বিশ্রাম...
ট্রেন আবার ফিরে যায় দুটো বর্ডার পেড়িয়ে...

1 টি মন্তব্য: