____রথ মানেই পুজোর গন্ধ
সুনন্দ মন্ডল
রথের দড়িতে পড়ল টান
উল্টো রথে জগন্নাথের ফেরা।
বুঁদির ছাঁচে তোমার শরীর
জগতমাতার রূপের বেড়া।
রথের দেব রথেই থাকলো
মানুষ গাইল আগমনীর গান।
পায়েস মুখে মিষ্টভাষী
জানলো সুখেই মাতবে প্রাণ।
জগন্নাথের চাকা ঘুরতেই
ত্রিকাল দেবীর পদার্পণ
লক্ষ্যভেদে সাঁতার কাটা
নৌকা করে আগমন।
কথায় আছে রথের দড়িতে টান
মানেই দুর্গা পূজার আবাহন
আমরা মানি বিশ্বলোকে
মায়ের মমতা নয় অসমান।
মুখের হাসি লম্বা দড়িতে
রথের সাথে শরীরে ঘ্রাণ
মা আসছেন নতুন রূপে
এইতো জেনে উৎফুল্ল মন।
----------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন