শনিবার, ১১ আগস্ট, ২০১৮

রথযাত্রা- ৬



চিরঞ্জীব হালদারের কবিতা।

যেওনা কিশোরী একা মেলা জগন্নাথ,
যেওনা কিশোরী একা বামুনের দেশে-
জিলিপিরা ফাঁদ পেতে সাজিয়েছে রাত
নাগর আসিতে পারে জগন্নাথ বেশে।


এই ধানপথ কি রথের মেলায় মিশেছে।
কোন ভাষায় টিনেজার কিশোরী
চিঠি লিখবে কাঁঠাল গাছকে।
সমস্ত গোপন কুঠি ভরে আছে চাপ চাপ উদ্ভিন্ন প্রেমে।
নেমে এস বাইনারী লজিক,হোয়াটস আপ
টুকে রাখো তাহাদের কথনমালা
পাঁপড় সৌজন্যে।
বেঁটে জিরাফেরা আজ
জগন্নাথ দর্শনে চলেছে।


ভেবোনা এ চিঠি কোন ডাক হরকরা
পড়ে নেবে বিতরণের আগে।
অলৌকিক অক্ষরে লেখা ঠিকানা কিশোরী।
গোপন ফিতের ভাঁজে কাঁচের চুড়ির মত ডেকে ওঠে বাদল ময়ূর।
ক্যালকুলাসের পাতায় পাতায় দেখো কেমন রঙ্গন হেসেছে।
তাই এত একাকী কিশোরী
খুঁজে পায় রুনু-ঝুনু জগন্নাথ  সঙ্গম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন