স্বাধীনতায়...
কৌশিক চক্রবর্ত্তী
কঙ্কাল থেকে মানুষ গড়ার চাষে
বাহাত্তরেও গৌরীদানের ভয়,
সতীদাহ নেই, তবু সতীত্বে বাজি
স্বাধীনতা ভেঙে ঘর নিয়ে সংশয়।
জমি নেই তাও বিপন্ন সমঝোতা
শহর এখনো গ্রামের মধ্যে বাড়ে
বারোয়ারী বিধি, জাতীয় উচ্চারণে
বরফ গলুক এদেশের কালচারে।
ঘোর কেটে গেলে অনুনয় পাংক্তেয়
গ্রহণযোগ্য বর্তমানের খেদ
স্বাধীনতা নয়, নেশা আছে সব মনে
সবে ধেয়ে গেছে অখিলেশ, মুর্শেদ-
প্রকাশিত মেঘ, অঘোষিত বৃষ্টিরা
শহীদ সাজতে অন্যধারায় ঝরে
মাটি ভিজে নেই, নেই আর সঙ্কোচ
বেশ ধরা যায় প্রগতির অন্দরে
ভিটেমাটি ছাড়ো, রাজা হও সস্তার
প্রাসাদ বিকিয়ে পাদুকা পূজন যথা
স্বপ্ন শিয়রে, ভেঙে গেলে রাজকোষ
নিলামে উঠবে গোপনীয় স্বাধীনতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন