৪. কবিতা: স্বাদ
তুলসী কর্মকার।
*****
ঝোল
মাছ+তেল+জল+মশলা+পাত্র+তাপ+সময়+কৌশল ও খুন্তি সঞ্চালন দ্বারা ঝোল তৈরি হয়
মাছ থেকে খুন্তি সঞ্চালন পর্যন্ত কোন কিছুর সামান্য পরিবর্তনে ঝোলের স্বাদ আলাদা হয়
কেবল তাই নয়
নির্দিষ্ট মাছের নির্দিষ্ট গন্ধ বর্ণ আকৃতি থাকে
কিন্তু ঝোল নিজে মাছের স্বাদ পায় না
স্বাদ গ্রহণ করে তিনজন
যে মাছ ধরেছে যে ঝোল বানাছে যে ঝোল খাবে
গ্রহণকারীর তফাৎ তফাৎ রুচিভেদে ভালো খারাপ বিবেচিত হয়
প্রেম
কঠিন তরল বা বায়বীয় নয়
বরং শর্তসাপেক্ষ অনুভূতি সমষ্টি
এক বা একাধিক মন শরীরের ক্রিয়াকলাপ ঝোল
তিনটি মন
যে প্রেম করছে, যার সাথে করছে, যে বাইরে থেকে অনুভব করছে
এই মনের ছবিগুলি আলাদা আলাদা
মৃত্যু
এক প্রকার ঝোল, জন্মের ইতি সমীকরণ
কারণের তারতম্যে পরিবর্তনশীল
শব্দ পায় তিনজনের কান
যে মরবে, যার জন্য মরবে, যে দূর থেকে শুনবে মৃত্যর নাদ
জন্ম
একটা পদ্ধতি
অঙ্ক সমষ্টির ঝোল, পৃথক সাম্য অস্তিত্ব বিম্ব
রঙ দেখতে থাকে তিনজন
একটি মা একটি বাবা অন্যটি সমাজ
যার জন্ম হচ্ছে সে কখনো অনুভব করে না
আসলে
জন্ম, মৃত্যু, প্রেম বা ঝোলের স্বাদ অজস্র ফ্যাক্টর দ্বারা পরিচালিত অনির্দিষ্ট সমীকরণ
৫. কবিতা: মানবতা
তুলসী কর্মকার।
********
একদিন
ঈশ্বর মৃত বলে ঘোষিত হবে
সরকার পতন হবে
টাকা মূল্য হারাবে
নারীর স্বপ্ন ভঙ্গ হবে
মদ নেশা হারাবে
তখন
টাকা সরকার ঈশ্বর মানুষের সৃষ্টি বলে গণ্য হবে
উচ্চবিত্তরা অর্থ, নারীর মোহ থেকে বঞ্চিত হবে
নিম্নবিত্ত সরকার ও নেশার মোহ থেকে সরে আসবে
বহুকাল বেঁচে আছি মধ্যবিত্ত হয়ে
না টাকা না সরকার না ঈশ্বর না নারী কেউ কথা রাখেনি
ক্রমাগত কষ্টের সাথে অভিযোজন করে গেছি
আসছে
সেদিন পৃথিবী জলমগ্ন হবে
টাকা ভিজে যাবে, সরকার ডুবে যাবে
আমার কিছু হারাবার থাকবে না
খুঁজে পাবো এক নতুন পৃথিবী
কষ্ট বিছিয়ে তৈরি করবো পথ
যেখানে নারীর ভালোবাসা মধ্যবিত্তকে উৎসাহ দিবে
উচ্চ ও নিম্নবিত্তদের টেনে তুলবো এক সরল রেখায়
যাপন শেখাবো জীবনকে
সেদিন পৃথিবী আবার সমতা পাবে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন