৩. কবিতা:
মাকড়সা
তাপস দাস
আক্রমণ একশ মাকড়সা
তাদের ঐন্দ্রজালিক ইচ্ছা
আমার শরীরে রেখে দিয়েছে....
প্রথমে ছুঁতে চাইব
দ্বিতীয়ত একটা বিছানা
তৃতীয়ত মৃত্যু, প্রতিবার, প্রতিরাত।
আমি এখন খুঁজেই পাইনা কোন অঙ্গ যৌনাঙ্গ
হাত চায় ভালোবাসা চায়
বুক চায় দুপুরবেলায়, ঘাম হয়ে বসা
শারীরিক চাষা উন্নত সুখ, চোখ চায়
খেলা বেলা মেলা দোলা রাজসিক লাজ, ঠোঁট চায়
চরম জল বিষফল খেতে খেতে পি- তে
আর আছে যা
নাগরের দোলা, ভেলা ভেলা ভাসা ডোবা
মৃত্যুর ফাঁদ
প্রতিরাত।
মাকড়সার জাল, বিভেদের জাত থেকে দূরে
দংশায় শরীর দুপুরে.
৪. কবিতা: নাভিকূপ
তাপস দাস
তোমার নাভিকূপ চুম্বন
করব ভেবেই গেঁথে যাই
গাছ জন্মে...
কৈশোরে
চুলে বিলি কেটে ঝর্না পাগল পরিযায়ী ছিলাম।
প্রথম যৌবনে
চোখে তাকাতাম চাতক কামনায়
কত ঘ্রাণ গিলে নিতাম ফুসফুসে, স্বল্প আয়ুতে,
কর্পূর আকাশে মিলিয়ে নিতাম দেহ
গভীরের প্রাণ...
যাবে যৌবন যাক
চুমুটা নিচে নামতে থাক,
নাভিকূপ
চুপ!
এইবার জীবন গাছ হয়ে থাক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন