১. কবিতা:
অনুরূপা পাল চৌধুরী।
এসো___
নগ্নতায় পুড়িয়ে দিই অগোছালো পারদলাশের গোপন অভিসার।নোংরা হবার বিষম চাহিদায় যখন নৃশংসভাবে খুন করতে করতে তোমার বুকরক্তে ঠোঁট ডুবিয়ে হয়ে উঠি নারকীয় পিশাচী তখন তোমারই রোঁয়া ওঠা চওড়া উপত্যকায় আছাড় পাছাড় খাই বারবার।তোমার হারহিম পাঁজরে গলে যাই রক্তাক্ত শরীর নিয়ে।অশ্লীল হয়ে ওঠে আমার উলঙ্গ চোখ।চোখের অবশ কার্নিশের শ্লেষ্মানুনে ঝরে পড়ে অজস্র পুরুষরাতের শিঁরদাড়ায় জমে ওঠা সন্ধ্যাফুল।
২. কবিতা:
অদৃশ্য স্মৃতি : স্বপ্নকোলাজ
অনুরূপা পাল চৌধুরী।
--------------------------------------------
১.
বিষণ্ণ স্মৃতি : ৭এর ঘর ০অবস্থান। অন্ধচোখ
এলোমেলো ছায়াশব্দের কৌতুক বারান্দা
ভ্যাপসা ইঁটের শীতল শ্বাস মেখে নেয় গোপন বিশ্বাস
উন্মত্ত যুবতির হাড়িকাঠে মৃত্যুও থমকে যায়
২.
কিছু আলাপি সন্ধ্যায় জেগে ওঠে সেই ইভ। সেই আদম
ঈশ্বরবাক্য লঙ্ঘনের আদিপাপ। আদম|শুমার
আর ১বার শান্ত করি মিথ্যা প্রতিশ্রুতিতে। পরিতৃপ্তির শিথিল হাসি
সকালের রোদ কেটে নেয় ধূসর তেতো কুয়াশা
৩.
কিশোরী অর্কিডে গোলাপী চুমু। তোমার জলঠোঁট
বাদামি বোঁটা চুয়ে পরে আবৃত পারদ ঘনত্ব
কবিতার হাতে তরলমোম। ১ টুকরো আগুন। বারুদ খুন
তোমাকে লুকাই অবশেষে থরথরে বুকসমুদ্রে
৪.
রাত-দিনের সঙ্গমে সহস্র সফল আঘাত
জন্ম নেয় অকাতরে। গুপ্তশয্যায় হলুদ করবীর কাক|চরিত্র
অলিখিত খোলসে শাম(উ)ক ভেজা গান
ডুবে যায় চেতন ঘুম গাঢ় তরলবিন্দুতে
৫.
অকৃপণ আকুলতার তীক্ষ্ণ বাতাসে মগ্নতার উত্তরণ
বাস্তবের ঘরে ঘুম চেনার মেঘলা দৌড়
স্বপ্ন গড়ি। স্বপ্ন ভাঙি। ভুলের দোলাচালে স্মৃতিপথ ভাবি
আঙুলের টোপরে দৃশ্য জমাই। চোখের কোলে বৃষ্টিকোলাজ
৩. কবিতা:
অখন্ড আমি থেকে
অনুরূপা পাল চৌধুরী।
---------------------------
অদৃশ্য গর্ভজল → রাতারাতি ঠিকানার মরচে
সে বাষ্পঘোর।ক্রমশঃ ঘোরঘনত্ব।আণবিক ঘড়িঘোর
আমার ভিত(র) মস্ত তুমি ১ ফেরারি সূর্যকোষ
কয়েকটা গোলাপিনেশা।দোআঁশ মোমদ্বীপ
বিলাসবহুল ব্যাস থেকে অনর্গল দৃষ্টিপতন
খামখেয়ালি আগুনে ঠোঁট পোড়াই।ভালোবাসি তোমায়
দোপেয়ালা মেঘকণা অজান্তেই খুন হয়।চেটে নিই আবছা দূরসংকেত
নোনাচিঠির ১গুচ্ছ গাঢ় নিঃশ্বাস।সে সময় বড় প্রশমনকারী

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন