বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮

Butterscotch 6



৪. কবিতা:

অনুরূপা পাল চৌধুরী।


পুষে রাখি ভবঘুরে আদরদুপুর

সাদা সময়ের ছাই ঘেটে উঠে আসে পোড়া কদমের  নিষিক্ত ডিম্বাণু

জ্যান্ত কাচপালকের জলছবিতে তুমি গন্ধে ভিজে যায় শরীর

রোদ্দুরের সিঁড়ি বেয়ে ওঠে চাদরের জীবাশ্ম

হাজার পিরামিডে আঁকি ০-তল।চুরি করি মাংসাশী ত্রিভুজের নির্বিকার রঙমিছিল

ছক্কা। চৌক। দোক্কা। পুট। চিহ্ন লুকাই সাদা ফুলে

ধোঁয়াভেজা দেওয়ালের ঠোঁটে চুষে নেই অচেনা ঘুম

অমসৃণ বাষ্পঝড়ে তুমি চুমু খেলে
আমি কান্নার কাগজ জুড়ে দিই




৫.  কবিতা:

অনুরূপা পাল চৌধুরী।


সিঁড়ি ভাঙা সত্যিগুলো চোখ ফেরালেই
মিথ্যার পলকে মেখে নেয় শীতঘুম
তীব্র অশ্লীলতার দায়ে উষ্ণ জল মাপি দাঁড়িপাল্লায়
নোনামাটি ভেদ করে সরাসরি বসিয়ে দিই ধারালো তৃষ্ণার্ত বক্রচাঁদ।চিৎ হই।চিৎকার দাও।চিতা ভাঙি            
শিকড়সমেত উপড়ে ফেলি মৃত পাতার আঁশটে কোষীয় স্তনবিন্যাস।ভুল ভাবি।ভুল করি।শব্দের গায়ে শুয়ে ভালোবাসার লাশ কাটি।বেওয়ারিশ রাস্তায় গুঁজে রাখি কিছু প্রসবের ভাষা।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন