বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮

উমা পর্ব--১৭



কবিতা:

অসুর  ধ্বংস

সোহিনী সামন্ত


ত্রিশূলের অগ্রকণায় ধ্বংস হবে আসুরিক চিত্তের বাসনা ......রতিসুধার

বিষ দাঁত ভেঙ্গে যাবে গোধূলি লগ্নের রক্ত মাখা বিদ্যায় ...।।

যত হিংস্র ধর্ষণকারী কীট অগ্নিকুণ্ডে জ্বলে যাবে ...আর ভ্রূণ হত্যাকারী

পশুরা বিনাশ হবে বিসর্জনী শক্তিতে ......

মা ফিরে ফিরে আসবে... আর বিসর্জন যাবে মনের ভিতরের যত

বিষ কীট যে শেখায় নারীপুরুষ বিভেদ ... কখন বা জাতি ধর্মের বিদ্বেষ ......ক্ষান্ত হবে ভাবসাগরের খেলা ... রেখে যাবে শক্তিজয়ী বীজ

যা এনে দেবে নারী মুক্তি ... মুক্ত বিহঙ্গণে ...

বীজ অঙ্কুরিত হবে আর উৎপন্ন করবে মুক্তি যোদ্ধাদের দল ..যারা এনে দেবে শান্তি ... মুক্তি পাবে ডাইনী আখ্যান ...প্রতীক্ষা কেবল দেবী পক্ষের শান্ত মুক্তাঙ্গন ... দারিদ্র্যতা দূর হয়ে যাবে ... নারী শক্তি ফিরে আসবে বারবার ... উন্মত্ত নারী পিপাসু অসুরের দল উমার অগ্নি চোখের রোষে ভস্মীভূত হবে ... বার বার ফিরে আসবে জীবন্ত কালের দেবীর আখ্যান ...।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন